কানাডার টরেন্টোতে সপ্তম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হচ্ছে আজ। বৃহস্পতিবার (২৫ জুলাই) কানাডার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় সপ্তম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪ শুরু হচ্ছে।
টরেন্টোর স্ক্যারবরোর ২২ লেভেবিক এভিনিউর সিনেপ্লেক্স ওডেনে পাঁচ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করা হবে যা চলবে ড্যানফোর্থ এভিনিউর মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টারে ২৯ জুলাই পর্যন্ত ।
এবারের উৎসবে ২৭টি দেশের স্বাধীন ও বিকল্প ধারার চলচ্চিত্র নির্মাতাদের মোট ৬২টি পূর্ণ দৈর্ঘ্য ও স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র এবং প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।
সপ্তম মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল উদ্বোধন করবেন বাংলাদেশ টেলিভিশনের প্রথম মহাপরিচালক জামিল চৌধুরী। ফিল্ম ফেস্টিভ্যালে কোন প্রবেশ মুল্য নেই। উদ্বোধনী দিনে দেখানো হবে শবনম ফেরদৌসীর সিনেমা ‘আজব কারখানা’। এতে অভিনয় করেছেন পরমব্রত চট্রোপাধ্যায়, দোয়েল ও অন্যান্যরা।
এবারের ফেস্টিভ্যালে ‘চাঁদের অমাবস্যা’ নামক ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়াম হবে। এই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সংস্কৃতিজন আসাদুজ্জামান নূর। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে তিনি উদ্বোধনী পর্বে উপস্থিত থাকতে পারবেন না।
টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুল বলেন, আমাদের উৎসব আয়োজনের মূল ভেন্যু ওডিওন সিনেপ্লেক্স। ফেস্টিভালে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে শত শত চলচ্চিত্রকার তাদের ছবি পাঠিয়ে অংশগ্রহণ করতে আগ্রহ দেখান। সেইসব সিনেমা থেকে বাছাই করে ২৭ টি দেশের ৬২টি সিনেমা প্রদর্শিত হবে।









