গরমকালে মুখ অনেকটা উজ্জ্বলতা হারায়। এটি হয়ে থাকে রোদে ট্যানের জন্য বা বাসায় থাকলে মুখ সারাদিন গরমে ঘেমে এমন হতে পারে।
গরমে, ঘামে মুখে ব্রণ ও অ্যালার্জির সমস্যা হয়। তৈলাক্ত ত্বক যাদের, তাদের সমস্যা আরও বেশি। মুখ ধোয়ার কিছু সময়ের মধ্যেই আবার মুখে তেল চলে আসছে।
এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন মুলতানি মাটি দিয়ে তৈরি কিছু ফেসপ্যাক। মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তেল শুষে নিতে সাহায্য করে। ফলে তৈলাক্ত ত্বকের যত্নে এর ব্যবহার বেশ জনপ্রিয়।
মুলতানি মাটি, শসা এবং রোজওয়াটার
শসার খোসা ছাড়িয়ে রস বের করে নিন। এর সঙ্গে দুই চা চামচ মুলতানি মাটি ও এক চা চামচ রোজওয়াটার মিশিয়ে প্যাক তৈরি করে মুখ ও গলায় লাগিয়ে ১৫ মিনিট রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে ২-৩ দিন এই প্যাক ব্যবহার করলে উপকার পাবেন।
মুলতানি মাটি, অ্যালোভেরা জেল
দুই চা চামচ মুলতানি মাটির সঙ্গে এক চামচ অ্যালোভেরা জেল আর এক চামচ রোজওয়াটার মিশিয়ে নিন। এই প্যাক মুখে, গলায় ২০ মিনিট লাগিয়ে রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। ব্রণ’র সমস্যা থেকে ত্বকে কালচে ছোপ সব সমস্যায় দারুণ কাজ দেয় এই ফেসপ্যাকটি।
মুলতানি মাটি, টোম্যাটো, টক দই
অতিরিক্ত তেল শুষে ত্বকের উজ্জ্বল ভাব ফিরিয়ে আনতে এই প্যাকটি ভীষণ উপকারী। দুই চা চামচ মুলতানি মাটি, এক চা চামচ টক দই এবং এক টেবিল চামচ টোম্যাটোর রস একসঙ্গে মিশিয়ে নিন। মুখে গলায় এই প্যাক ২০ মিনিট লাগিয়ে রাখুন। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন।







