২১ বছর পর টেস্টে ব্রায়ান লারার এক ইনিংসে ৪০০ রানের রেকর্ড ভাঙার সুযোগ এসেছিল উইয়ান মুল্ডারের সামনে। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে প্রোটিয়া অধিনায়কের সামনে সুযোগ ছিল লারার রেকর্ড ছাড়িয়ে যাওয়ার। বিশ্বরেকর্ড হাতছানি দিলেও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তির রেকর্ড ভাঙার চেষ্টাই করলেন না ডানহাতি এই ব্যাটার। ৩৬৭ রানে অপরাজিত থাকতেই ইনিংস ঘোষণা দিলেন। দিনের খেলা শেষে অবশ্য মুল্ডার জানালেন, তিনি নিজেই চাননি লারার রেকর্ডটা ভাঙতে।
বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় টেস্টে আগে ব্যাটে নেমে ১১৪ ওভারে ৫ উইকেটে ৬২৬ রান করে ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। জবাবে নেমে প্রথম ইনিংসে নেমে ৪৩ ওভারে ১৭০ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ৪৫৬ রানে পিছিয়ে ফলোঅন এড়াতে না পারায় দ্বিতীয় ইনিংসে নেমে দ্বিতীয় দিন শেষের আগে ১ উইকেটে ৫১ তুলেছে জিম্বাবুয়ে। এখনও ৪০৫ রানে পিছিয়ে আছে স্বাগতিক দলটি।
দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পর শন পোলকের কণ্ঠে মুল্ডারের কাছে প্রশ্ন আসে, কেনো লারার রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকলেও তা করেননি। তবে মুল্ডার জানালেন, আবারও যদি এমন সুযোগ আসে তাহলেও নাকি একই কাজ করবেন তিনি।
বলেছেন, “লারা একজন কিংবদন্তি, সে ইংল্যান্ডের বিপক্ষে ৪০০ করেছিল। এই রেকর্ডটা অনেক স্পেশাল। তার মতো একজন কিংবদন্তির রেকর্ডটা ছাড়িয়ে যাওয়ার ইচ্ছে আসলে আমার হয়নি। আমি যদি আবারও এমন সুযোগ পাই তবুও আমি এমনটাই করব। আমি শুকসের (দলের প্রধান কোচ শুকরি কনরোড) কথা বলেছি এবং সেও আমার মতো করেই ভেবেছে। আমি চেয়েছি রেকর্ডটা লারার নামেই থাকুক, লারার নামেই থাকা উচিত। তিনিও বলেছেন, ‘কিংবদন্তিকে এই রেকর্ডটা ধরে রাখতে দাও। ব্রায়ান লারার কাছেই রেকর্ডটা থাকা উচিত।”









