চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুকিত মজুমদার বাবুর জন্মদিন আজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
4:01 অপরাহ্ন 25, অক্টোবর 2025
- সেমি লিড, বাংলাদেশ
A A
ইমপ্রেস গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং পরিবেশ কর্মী মুকিত মজুমদার বাবু।

ইমপ্রেস গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং পরিবেশ কর্মী মুকিত মজুমদার বাবু।

Advertisements

শাহিন মাহফুজ: সেদিন গাজীপুরের পিরুজালিতে সকালটা ছিল রোদেলা, হালকা বাতাসে ভেসে আসছিল শিউলি ফুলের ঘ্রাণ। প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের মেডিকেল টিমের সঙ্গে প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবুর নেতৃত্বে আমরা গিয়েছিলাম পিরুজালি মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। চারপাশে ছিল মানুষের ভিড়, গ্রামের শত শত দরিদ্র নারী-পুরুষের মুখে ছিল আশার আলো—আজ তারা বিনামূল্যে চিকিৎসা পাবেন, ওষুধ পাবেন। দিনভর সেই চিকিৎসা ক্যাম্প শেষে বিকেলের দিকে একটু বিশ্রাম নিতে আমরা গেলাম পাশের প্রকৃতিপল্লী রিসোর্টে।

অল্প সময়ের মধ্যেই সেখানে এলেন মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ কয়েকজন স্থানীয় মানুষ। তাঁরা অনুরোধের সুরে বললেন, ‘স্যার, আমাদের স্কুলের ১৫০ জন বাচ্চার জন্য সপ্তাহে একদিন একটা করে ডিমের ব্যবস্থা করা যায়?’

মুকিত মজুমদার বাবু কিছুক্ষণ চুপ করে রইলেন। চারপাশের শান্ত বিকেলে তাঁর মুখে চিন্তার ছায়া, চোখে মায়ার রেখা। তারপর বললেন, ‘সপ্তাহে একদিন একটি ডিম দিয়ে কী হবে? ওরা তো আমাদের ভবিষ্যৎ। ওদের শরীর ও মনকে পুষ্ট হতে হবে প্রতিদিন। আমি সপ্তাহে একদিন নয়—প্রতিদিন দুপুরে ওদের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করব। থাকবে ভাত, ডাল, সবজি, খিচুড়ি আর ডিম।’

কথাটা শুনে আমরা সবাই আনন্দিত হলাম। গ্রামের সেই স্কুলের শিক্ষক ও অভিভাবকেরাও আনন্দে উচ্ছ্বসিত হয়েছিল। মুকিত মজুমদার বাবু শুধু প্রতিশ্রুতি দেননি—তাঁর সেই ঘোষণা বাস্তব হয়েছে। ২০২২ সাল থেকে আজও ওই বিদ্যালয়ের শিশুরা পাচ্ছে নিয়মিত পুষ্টিকর খাবার। এই একটি ছোট্ট দৃশ্য যেন পুরো মানুষটিকে চিনিয়ে দেয়।

আমার কর্মজীবনের সৌভাগ্য—আমি এমন এক মানুষকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনে যোগদানের আগে একটি জাতীয় দৈনিকে কাজ করতাম। কিন্তু প্রকৃতি ও জীবন অনুষ্ঠান, মুকিত মজুমদার বাবুর কাজ, তাঁর চিন্তা আর মানুষের প্রতি ভালোবাসা আমাকে সব সময়ই আকৃষ্ট করত। তাই প্রস্তাব পেয়ে আর দেরি করিনি। ২০২২ সালের মার্চে যোগ দিই তাঁর প্রতিষ্ঠিত প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনে।

প্রকৃতি ও জীবনে যোগ দেওয়ার কিছুদিন পরের একটি সকাল আমার মনে গেঁথে আছে। অফিসের জানালা দিয়ে দেখি, আমাদের এক স্টাফ পাশের বিল্ডিংয়ের ছাদে চাল ছিটিয়ে দিচ্ছে। অসংখ্য পাখি এসে সেখানে খাবার খাচ্ছে। জানতে চাইলাম, ব্যাপারটা কী! তখনই জানলাম এটি আমাদের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু স্যারের নির্দেশে করা হয়। তিনি চান শহরের ধূসর জীবনে পাখিদের জন্যও থাকুক একটি নিরাপদ আশ্রয়, প্রতিদিনের আহার। তিনি নিয়মিত খোঁজ নেন খাবার ঠিকমতো দেওয়া হচ্ছে কিনা। পাখি ও প্রাণীর প্রতি এমনই মমত্ববোধ তাঁর। এগুলো অল্প সময়ে আমার দেখা ছোট্ট দুটি উদাহরণ মাত্র। প্রকৃতি ও মানুষের প্রতি তাঁর ভালোবাসার এমন অসংখ্য গল্প বলা যাবে। এই দুইটি ঘটনার ভেতর দিয়েই আমি বুঝেছি, তাঁর কাজের পরিধি যতবড়ই হোক না কেন, প্রতিটি কাজের কেন্দ্রে আছে মানুষ ও প্রকৃতি।

১৯৭১ সালে কিশোর বয়সে তিনি অংশ নিয়েছিলেন আমাদের মহান মুক্তিযুদ্ধে। দেশ স্বাধীন হওয়ার পর নটরডেম কলেজের পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার্থে পাড়ি জমান যুক্তরাজ্যে, পরে যুক্তরাষ্ট্রে। ১৯৮৪ সালে দেশে ফিরে শুরু করেন ব্যবসা ইমপ্রেস গ্রুপের তিনি প্রতিষ্ঠাতা পরিচালক। কিন্তু তাঁর পরিচিতি কেবল একজন সফল ব্যবসায়ী হিসেবে সীমাবদ্ধ নয়; তিনি দেশ-বিদেশে পরিচিতি লাভ করেছেন ‘প্রকৃতিবন্ধু’ হিসেবে। ব্যবসায়িক সফলতার চূড়ায় থেকেও তাঁর মন সব সময় ছিল প্রকৃতির পাশে। ২০০৯ সালে তিনি প্রতিষ্ঠা করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, ২০১০ সালে চ্যানেল আইয়ে শুরু করেন পরিবেশবিষয়ক ধারাবাহিক প্রামাণ্য অনুষ্ঠান ‘প্রকৃতি ও জীবন’। এখন পর্যন্ত প্রায় চার শতাধিক পর্ব প্রচারিত এই অনুষ্ঠান আজ দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রকৃতিভিত্তিক তথ্যচিত্র সিরিজ।

মুকিত মজুমদার বাবুর নেতৃত্বে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন কাজ করছে নিরলসভাবে। বৃক্ষরোপণ, বন্যপ্রাণী সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ শিক্ষা, প্রজাপতি পার্ক প্রতিষ্ঠা, লাউয়াছড়া জাতীয় উদ্যানে তথ্যকেন্দ্র স্থাপন, জাতীয় উদ্ভিদ উদ্যান ও চিড়িয়াখানায় গাছের পরিচিতি ফলক সংযুক্তি—প্রতিটি উদ্যোগই তাঁর সবুজ চিন্তার বহিঃপ্রকাশ।

শুধু প্রকৃতি নয়, মানুষও তাঁর কাজের কেন্দ্রবিন্দু। প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে তিনি চালু করেছেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ কর্মসূচি। এর মাধ্যমে প্রতিবছর গ্রাম ও চরাঞ্চলের হাজারো অসহায় মানুষ পাচ্ছে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ। করোনাকালে পাঠিয়েছেন চিকিৎসাসামগ্রী, বন্যায় দিয়েছেন ত্রাণ, প্রতি শীতে দিচ্ছেন শীতবস্ত্র। ‘পরিবেশবান্ধব বিকল্প আয়’ কর্মসূচির মাধ্যমে দরিদ্র পরিবারের হাতে তুলে দিচ্ছেন সেলাই মেশিন, গরু, ছাগল, হাঁস-মুরগি, রিকশা, ইজিবাইক যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে।

মুকিত মজুমদার বাবুর উদ্যোগে সারাদেশে গড়ে ওঠা ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ দেশের তৃণমূল পর্যায়ে প্রকৃতি সংরক্ষণে এক বিপ্লব সৃষ্টি করেছে। ক্লাবের মাধ্যমে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ একত্রিত হয়ে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখছে। প্রতি বছর বর্ষাকালে ‘সবুজে সাজাই বাংলাদেশ’ কর্মসূচির মাধ্যমে লাখো গাছের চারা রোপণের মতো মহতী উদ্যোগের জন্য এই ক্লাব পরিবেশ সুরক্ষার এক উজ্জ্বল মডেল হয়ে উঠেছে।

প্রতিবছর একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে তাঁর বই। আমার অনেক ঋণ আছে, আমার দেশ আমার প্রকৃতি, সবুজে সাজাই আমার বাংলাদেশ, স্বপ্নের প্রকৃতি, সবুজ আমার ভালোবাসা, হৃদয়ে সবুজ বাংলা এসব কেবল রচনা নয়, এগুলো প্রকৃতির প্রতি ভালোবাসার এক জীবন্ত দলিল। ত্রৈমাসিক ম্যাগাজিন ‘প্রকৃতিবার্তা’ ও অনলাইন নিউজ পোর্টাল ‘প্রকৃতিবার্তা ডটকম’ প্রকাশের মাধ্যমে পরিবেশ সচেতনতায় যোগ করেছেন নতুন মাত্রা। এছাড়াও নিয়মিত প্রকৃতিবিষয়ক সুচিন্তিত মতামত, পরামর্শ ও অসংগতি তুলে ধরছেন বিভিন্ন জাতীয় দৈনিকে।

দেশের গণ্ডি পেরিয়ে তিনি প্রতিবছর অংশ নিচ্ছেন আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে, বাংলাদেশের পরিবেশ ভাবমূর্তি উজ্জ্বল করছেন বিশ্বমঞ্চে। পরিবেশবিষয়ক কাজের স্বীকৃতি হিসেবে মুকিত মজুমদার বাবু ও তার প্রতিষ্ঠান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন জাতীয় পরিবেশ পদক-২০১২, এইচএসবিসি-দি ডেইলি স্টার ক্লাইমেট অ্যাওয়ার্ড-২০১২, ওয়াইল্ডলাইফ কনজারভেশন অ্যাওয়ার্ড-২০১৩, বিজনেস এক্সিলেন্সি অ্যাওয়ার্ড সিঙ্গাপুর-২০১৪, জাতীয় পরিবেশ পদক-২০১৫, ঢাকা আহছানিয়া মিশন চাঁদ সুলতানা পুরস্কার-২০১৫, ফোবানা অ্যাওয়ার্ড ইউএসএ-২০১৬, পল্লীমা গ্রিন স্বর্ণপদক-২০১৭, এ ফ্রেন্ড অব নেচার-২০২১, মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড ২০২৪-সহ বিভিন্ন সম্মাননা অর্জন করেছেন।

আজ তিনি ৭০ বছরে পা রাখলেন। সত্তরে পা রাখলেও তাঁর যাত্রা থেমে নেই। তিনি এখনো স্বপ্ন দেখেন, পরিকল্পনা করেন, মাঠে নেমে কাজ করেন ঠিক একজন উদ্দীপ্ত তরুণের মতো। প্রতিবারের মতো এ বছরও তিনি সাভারের সিআরপিতে উইলিয়াম অ্যান্ড মেরী টেইলর স্কুলের পক্ষাঘাতগ্রস্ত শিক্ষার্থীদের সাথে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করবেন। জীবনের এই মাইলফলকে দাঁড়িয়ে তাঁর চোখে এখনো সেই একই স্বপ্ন একটি দূষণমুক্ত, সবুজ ও টেকসই বাংলাদেশ।

লেখক: সম্পাদক, প্রকৃতিবার্তা। সমন্বয়ক, প্রকৃতি ও জীবন ক্লাব

ট্যাগ: জন্মদিন আজমুকিত মজুমদার বাবু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চীনের প্রতিরক্ষা সহযোগিতার ঝুঁকি বিষয়ে বাংলাদেশকে সতর্ক করবেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

পরবর্তী

গোল্ডেন বুট হাতে তুলেই মেসির উড়ন্ত হেড-গোল, এমন দেখা যায় কমই

পরবর্তী
মেসির ২৯তম হেডের গোল

গোল্ডেন বুট হাতে তুলেই মেসির উড়ন্ত হেড-গোল, এমন দেখা যায় কমই

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় ‘মন্থা’, আঘাত হানতে পারে যেসব স্থানে

সর্বশেষ

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু বৃহস্পতিবার

জানুয়ারি 28, 2026

উড়োজাহাজ বিধ্বস্ত: ভারতের রাজ্য উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৫

জানুয়ারি 28, 2026

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে অভিযান

জানুয়ারি 28, 2026

সুপার সিক্স: থাইল্যান্ডকে ১৬৬ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

জানুয়ারি 28, 2026

মেহেরপুরে সার-বীজ-কীটনাশকের উচ্চ মূল্যে লোকসানে আলু চাষিরা

জানুয়ারি 28, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version