সাফটা চুক্তির ভিত্তিতে আমদানিতে হিন্দি ছবি ‘মিস্টার এন্ড মিসেস মাহি’ মুক্তি পেল বাংলাদেশে। বলিউডের সঙ্গে একইদিনে রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুর অভিনীত এ ছবিটি দেশের ২৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে!
বাংলাদেশে সিনেমাটির আমদানিকারক অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের অনন্য মামুন খবরটি জানিয়ে বলেছেন, শুক্রবার দুপুর তিনটার শো থেকে বাংলাদেশের ২৬টি প্রেক্ষাগৃহে ‘মিস্টার এন্ড মিসেস মাহি’ মুক্তি দেয়া হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি হলের তালিকা দিতে পারেননি।
এদিকে ‘মিস্টার এন্ড মিসেস মাহি’র বিনিময়ে ইন্ডিয়াতে বাংলাদেশের কোন ছবি মুক্তি পাচ্ছে সে বিষয়েও পরিস্কার করেননি অনন্য মামুন। আদৌ বিনিময়ে এদেশের কোনো ছবি সেখানে যায় কিনা সেই বিষয়েও কোনো মন্তব্য দেননি এই পরিচালক।
নতুন এই হিন্দি ছবির গল্পে দেখা যাবে, একজন ব্যর্থ ক্রিকেটার মহেন্দ্র (রাজকুমার রাও)। তিনি ডাক্তার মহিমাকে পারিবারিকভাবে বিয়ে করেন। একই ডাকনাম মাহি হওয়ায় তারা একসাথে মিস্টার অ্যান্ড মিসেস মাহি হয়ে যায়।
পরষ্পরের ক্রিকেটের প্রতি তাদের ভালবাসা এবং আবেগ আবিষ্কার করে। মহেন্দ্র তার স্ত্রীর মধ্যে ক্রিকেট প্রতিভা খুঁজে পান এবং তাকে ক্রিকেটার হতে উৎসাহিত করেন এবং তাকে প্রশিক্ষণ দেন।
‘মিস্টার এন্ড মিসেস মাহি’ পরিচালনা করেছেন শরণ শর্মা। প্রযোজনার দায়িত্বে আছেন করণ জোহর, জি স্টুডিওজ। বিশ্বব্যাপী মোট এক হাজার স্ক্রিনে মুক্তি পাচ্ছে স্পোর্টস ড্রামার উপর ভিত্তি করে নির্মিত এ ছবি।









