বাড়িভাড়া ৫ শতাংশ বাড়ানোর সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিরা।
রোববার (১৯ অক্টোবর) ৬ শর্ত পালন সাপেক্ষে বাড়ি ভাড়া ৫ শতাংশ হারে সর্বনিম্ন ২ হাজার টাকা দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবে অর্থ মন্ত্রণালয় সম্মতি দিলেও তা প্রত্যাখ্যান করেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিরা।
তিন দফা দাবিতে টানা ৮ দিন ঢাকার রাজপথে আন্দোলন করছেন এমপিওভুক্ত হাজারো শিক্ষক। তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষকদের একাংশ।
বাড়ি ভাড়া ২০ শতাংশ, মেডিকেল ভাতা ১ হাজার ৫০০ টাকা ও উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধির দাবি জানান এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিরা।









