এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা কামাল গিয়াস বাবুর সঙ্গে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় গোপন বৈঠক করেন কিলিং মিশন প্রধান চরমপন্থী নেতা শিমুল ভূইয়া। সেখান থেকে ভিডিও কলে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে জানান অপারেশন সাকসেসফুল। ঢাকার গোয়েন্দা প্রধান বলেছেন, শিমুলের দেয়া তথ্য যাচাই করতে মিন্টুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে, এমপি আনারের মেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বলেছেন, বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে।








