চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • লাইভ টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৯৭১ সেই সব দিন: যেন মুক্তিযুদ্ধের সারমর্ম

ইয়াকুব আলীইয়াকুব আলী
3:31 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2023
বিনোদন
A A
Advertisements

পত্রিকার পাতা স্ক্রল করতে করতে হঠাৎ চোখে পড়লো একটা ছবির পোস্টার। ছবির নাম ‘১৯৭১ সেই সব দিন’। ছবির পোস্টারটা দেখে কেমন আবেগতাড়িত হয়ে গেলাম। ছবির হারিয়ে যাওয়া সেই হাতে আঁকা পোস্টার। একসময় সিনেমা হলগুলোর বাইরে ঢাউশ আকারের এইসব পোস্টার চোখে পড়তো। সেগুলো আঁকা থাকতো বড় বড় কাপড়ের পর্দায়। আমরা সেখানে দেখে দেখে চেনার চেষ্টা করতাম সেই ছবিতে কে কে অভিনয় করেছেন। এছাড়াও ছবির প্রচারের জন্য রিকশার সামনে এবং পেছনেও লাগানো থাকতো হাতে আঁকা পোস্টারের প্রিন্ট কপি। এই ছবিটার হাতে আঁকা পোস্টার যেন বাংলা ছবির একসময়ের স্বর্ণযুগকেই মনে করিয়ে দিল। আবহমান বাংলায় চলচ্চিত্রকে একসময় ‘ছবি’ বলেই সম্বোধন করা হতো। তাই এই লেখায় আমি ছবি শব্দটাই বেশি ব্যবহার করেছি।

এরপর থেকে ইউটিউব এবং পত্রিকার পাতায় নজর রাখছিলাম কবে ছবিটার ট্রেলার আসে সেটা দেখার জন্য। এরপর একসময় আসলো সেই কাঙ্খিত ট্রেলার। ট্রেলারের কথাগুলো যেন মনকে নাড়িয়ে দিয়ে গেল – “সময়টা আশ্চর্য আবেগের। সময়টা সবুজ ঘাসের উপর লাল রক্ত জবার। সময়টা মিছিলের, স্লোগানের, দেয়ালে দেয়ালে বিদ্রোহের। সময়টা আদরের, খুনসুটির, সবুজের উপর একটু করে হলুদের। সময়টা ভালোবাসার, ভীষণ করে ভালোবাসার। সময়টা ছেড়ে না যাবার আকাঙ্খায় ছেড়ে যাবার। সময়টা নিষ্ঠুরতার, কী ভীষণ নিষ্ঠুরতার। সময়টা নিদারুণ, নির্দয়। সময়টা পুড়িয়ে দেয়ার, উড়িয়ে দেয়ার। সময়টা কেঁদে বুক ভাসাবার। সময়টা দখলের, নিজেকে জানবার। সময়টা যুদ্ধের, হার না মানার। সময়টা উঠে দাঁড়াবার। সময়টা বাংলার, বাঙালির। সময়টা ১৯৭১। সেই সব দিন।”

এরপর মূল ছবিটার জন্য আবেগ এবং আগ্রহের পারদ বেড়েই চলছিল। একই অবস্থা ছিল অস্ট্রেলিয়ার অন্যান্য দর্শকদেরও। তাই এই ছবিটার অস্ট্রেলিয়ার পরিবেশক ‘বঙ্গজ ফিল্মস’র ওয়েবসাইটে যেয়ে দেখি অস্ট্রেলিয়ার সবগুলো শোয়ের টিকেট শেষ। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। এরপর তারা আরো কিছু শো যোগ করলে টিকেট করতে আর দেরি করিনি। সে শোয়ের টিকেটও মুহূর্তেই শেষ হয়ে গিয়েছিল। এই ছবিটা আমি সিডনির ব্যাংকসটাউন সিনেমা হলে দেখেছিলাম হলভর্তি দর্শকের সারিতে বসে। বাংলা ছবির হলভর্তি দর্শক দেখলে মনের মধ্যে এক ধরনের আলাদা ভালো লাগা কাজ করে। জাতীয় সংগীতের মাধ্যমে ছবি শুরু হলো। এরপর বিরতির পাঁচ মিনিট ছাড়া পুরো সময়টা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেছি ছবির প্রত্যেকটা দৃশ্য। বুঝতেই পারেনি প্রায় তিন ঘণ্টা দৈর্ঘ্যের একটা ছবি দেখে ফেলেছি।

ছবিটার চিত্রনাট্য এক কথায় অসাধারণ। মনে হচ্ছিল যেন মুক্তিযুদ্ধের ধারা বিবরণী শুনছি। আর প্রত্যেকটা ঘটনার তারিখ বাংলা এবং ইংরেজি দুভাবে দেয়াতে নতুন প্রজন্ম যেমন সহজেই নিজেদেরকে রিলেট করতে পারবে। আর মুক্তিযুদ্ধের সমসাময়িক প্রজন্ম নিজেদেরকে স্মৃতিতে হারিয়ে ফেলবেন। এই উদ্যোগটা আমার কাছে অনুকরণীয় মনে হয়েছে। আমরা সবাই জানি বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশের দামাল ছেলেরা ২১ ফেব্রুয়ারিতে বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করেছিল। কিন্তু বাংলাদেশের খুব কম মানুষই জানে সেদিন ছিল ৮ ফাল্গুন। যে ভাষার অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের স্বাধীনতার বীজ বপন করা হয়েছিল। আজ এত বছর পরে এসেও সেই ভাষা স্বাধীন বাংলাদেশে তার যথাযোগ্য মর্যাদা পায়নি। তাই ঘটনার বাংলা দিন তারিখগুলোর প্ৰদৰ্শন আমার কাছে খুবই ভালো লেগেছে।

এরপর আসে সেট নির্মাণ। ছবির প্রত্যেকটা দৃশ্য যেন বাংলদেশের ১৯৭১ সালের আর্থ সামাজিক অবস্থানের যথাযথ চিত্রায়ন। বাড়িঘর, দেয়াল, জানালা, জানালার গ্রিল, দরজা, দরজার শেকল, সিড়ি, বাড়ির গেট, গেটের বাইরের ডাকবাক্স, গাড়ি, ট্রেন প্রত্যেকটা জিনিসই আমার কাছে একদম নিখুঁত মনে হয়েছে। বাড়ির, রেডিও, টেলিফোন, দেয়ালের লিখন, মানুষের পোশাক পরিচ্ছদ আলাদাভাবে আসলে কোনটার কথা বলবো। মুক্তিযুদ্ধের ঘটনাক্রম, রাজপথের মিছিল, স্লোগান সবই যেন যুদ্ধদিনের বাস্তব চিত্র। শরণার্থীদের পালিয়ে যাওয়া। মায়ের হাত থেকে মেয়ে হারিয়ে যাওয়া, সাঁতার না জানা মেয়ের নদীতে ঝাঁপ দেয়া, মানুষের মুক্তিযুদ্ধে যোগ দেয়া, ট্রেনিং নেয়া সবই যেন একাত্তরের উত্তাল দিনগুলোর প্রতিচ্ছবি। এছাড়াও ছিল একাত্তরের প্রেক্ষাপটে প্রেম এবং ভালোবাসা। মুক্তিযুদ্ধের কোন অংশই বাদ পড়েনি চিত্রায়ণ থেকে।

ছবির মানুষদের কথাগুলোও ছিল বাহুল্যবর্জিত। আর এই ছবির গানগুলোতো এক কথায় শ্রুতিমধুর। গানগুলো এসেছে দৃশ্যায়নের চাহিদা অনুযায়ী। আর সেই দৃশ্যের সাথে মিল রেখেই ছিল গানের কথাগুলো। প্রত্যকটা গানই দর্শক শ্রোতার প্রাণে জায়গা করে নেয়ার মতো। ছবিটা দেখা শেষ করে আমি ইউটিউবে আলাদাভাবে গানগুলোর খোঁজ করতে যেয়ে দেখলাম এখনো সবগুলো পাওয়া যাচ্ছে না। আছে শুধু ‘যাচ্ছো কোথায়’ এবং ‘ইয়ে শামে’ গানটা। ‘যাচ্ছো কোথায়’ গানটা হালকা চালের রোমান্টিক গান। ‘ইয়ে শামে’ গানটা আবার সমসাময়িক উর্দু গানের কথা মনে করিয়ে দিয়েছে। এছাড়াও মমতাজের দরাজ গলায় গাওয়া ‘যাওরে পংখী উইড়া যাওরে’ যেমন লোকজ ধাঁচের আবার একইসাথে মৌসুমী হামিদের ঠোঁটের ইংরেজি গানটাও দর্শক দারুণভাবে গ্রহণ করেছে।

এই ছবিটার আরেকটা বড় আকর্ষণ হচ্ছে এই ছবির চরিত্র নির্মাণ। এই ছবির শিল্পী তালিকা দীর্ঘ যেখানে আছেন ফেরদৌস আহমেদ, সজল নূর, লিটু আনাম, সানজিদা প্রীতি, হৃদি হক, মামুনুর রশীদ, আবুল হায়াত, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, তারিন জাহান, সাজু খাদেম, নাজিয়া হক অর্ষা, আনিসুর রহমান মিলন, জুয়েল জহুর, মৌসুমী হামিদ, গীতশ্রী চৌধুরীর মতো নামীদামী শিল্পীবৃন্দ। কিছু চরিত্র ছবিতে এসেছে মাত্র একটা বা দুইটা দৃশ্যের জন্য কিন্তু দর্শকমনে ছাপ রেখে গেছে। আসলে মুক্তিযুদ্ধতো ছিল সত্যিকার অর্থেই একটা গণযুদ্ধ। মুক্তিযুদ্ধের ইমারতটি নির্মাণ করেছিলেন বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ। আবার হাতেগোণা কিছু মানুষ এটার বিরোধিতাও করেছিল। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষের আবেগের, ত্যাগ-তিতিক্ষার কাছে একটা প্রশিক্ষিত সেনাবাহিনী হার মানতে বাধ্য হয় এবং আমরা অর্জন করি কাঙ্খিত স্বাধীনতা।

আমি সবসময়ই একটা কথা বলি সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল সত্যিকার অর্থেই একটা বহুমাত্রিক সংগ্রাম। সেখানে যেমন আছে সম্মুখ সমরের লড়াই আবার তার চেয়ে বেশি করে আছে মনস্তাত্ত্বিক লড়াই। একদিকে যেমন আছে বীভৎসতম জিঘাংসার গল্প আবার পাশাপাশিই আছে চরম মায়া এবং মমতার আখ্যান। একদিকে যেমন আছে স্বার্থপরতার গল্প অন্যদিকে আছে সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষার গল্প। তাই মুক্তিযুদ্ধকে নিয়ে আরও বেশি বেশি গবেষণা হওয়া দরকার। চিত্রায়িত হওয়া দরকার আরও বহু চলচ্চিত্র।

কারণ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ, ইউটিউবের যুগ, ওটিটির যুগ এবং চলচ্চিত্রের যুগ। মুক্তিযুদ্ধের উপর যতবেশি চলচ্চিত্র নির্মাণ হবে নতুন প্রজন্ম ততবেশি আগ্রহী হবে এই বিষয়ে জানতে। আশার কথা হচ্ছে মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম সেটা অনুভব করছে এবং নিজ গরজে এগিয়ে আসছে। হৃদি হক নির্মিত ‘১৯৭১ সেই সব দিন’ নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণায় এবং চলচ্চিত্র নির্মাণে পথ দেখাবে বলেই আমার দৃঢ় বিশ্বাস।

ট্যাগ: ১৯৭১ সেই সব দিনআনিসুর রহমান মিলনআবুল হায়াতজয়ন্ত চট্টোপাধ্যায়তারিন জাহাননাজিয়া হক অর্ষাফেরদৌস আহমেদমামুনুর রশীদমুনমুন আহমেদমৌসুমী হামিদলিটু আনামলিড বিনোদনশিল্পী সরকার অপুসজল নূরসাজু খাদেমসানজিদা প্রীতিসিনেমাহৃদি হক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেসির বিষয়ে ‘ভুল’ সিদ্ধান্ত চান না মার্টিনো

পরবর্তী

১২ বছরেও বড় চুক্তিমূল্যের দরপত্র ই-টেন্ডারিংয়ের আওতায় আসেনি

পরবর্তী

১২ বছরেও বড় চুক্তিমূল্যের দরপত্র ই-টেন্ডারিংয়ের আওতায় আসেনি

স্পেন ফুটবল নিয়ে বিষ্ফোরক মন্তব্য পুতেল্লাসের

সর্বশেষ

রানে সর্বোচ্চ ইমন, উইকেটে শীর্ষে শরিফুল

জানুয়ারি 23, 2026

সূর্যকুমার-ঈশান তাণ্ডবে ২-০ করল ভারত

জানুয়ারি 23, 2026

কৃষক-শ্রমিক ও বেকারদের জন্য কাজ করবে বিএনপি: তারেক রহমান

জানুয়ারি 23, 2026
ছবি: সংগৃহীত

ধর্মের নামে একটি দল মুনাফেকি করছে: মির্জা ফখরুল

জানুয়ারি 23, 2026
আজিজুর রহমান মুছাব্বির

মুছাব্বির হত্যায় ‘আরেক শ্যুটার’ গ্রেপ্তার

জানুয়ারি 23, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version