বাংলা চলচ্চিত্রে প্রিয়দর্শিনী-খ্যাত অভিনেত্রী মৌসুমী-এর জন্মদিনে এবারও দেখা গেল তার ভক্তদের ভালোবাসা, শ্রদ্ধা ও মানবতার এক অনন্য মিলনমেলা। সোমবার (৩ নভেম্বর) ছিলো এই নায়িকার জন্মদিন, এ উপলক্ষে রাজধানীর মিরপুর সাড়ে এগারো পল্লবী আবাসিক এলাকায় অনুষ্ঠিত হয় এক ব্যতিক্রমী মানবিক আয়োজন।
যেখানে অসহায়, গরীব ও দুস্থ মানুষের মাঝে একবেলা আহার বিতরণ কর্মসূচি করা হয়েছে। এই মহতী উদ্যোগের আয়োজন করে ‘মৌসুমী ফ্যান ক্লাব’। সহযোগিতায় ছিল সমাজসেবামূলক প্রতিষ্ঠান “এক টাকা আহার সংস্থা’।
খাবার বিতরণ ছাড়াও আয়োজনে ছিলো দোয়া ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। আয়োজনে উপস্থিত ছিলেন মৌসুমী ভক্ত, শুভাকাঙ্ক্ষী এবং এক টাকায় আহার সংস্থার কর্মকর্তারা।
আয়োজনের অন্যতম উদ্যোক্তারা জানান, “আমাদের প্রিয় তারকা মৌসুমী শুধু পর্দার নায়িকা নন, তিনি মানবতার প্রতীক। তাই তার জন্মদিনকে আনন্দ উৎসবে নয়, সেবার মাধ্যমে উদযাপন করতে চেয়েছি।”
মৌসুমী ফ্যান গ্ৰুপের এডমিন তানজিনা সুলতানার নেতৃত্বে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তিনি সুদূর অস্ট্রেলিয়া থেকে আয়োজনটির দিক নির্দেশনার দিয়েছেন। তিনি বলেন, অনুষ্ঠানে অসহায় মানুষদের মুখে হাসি ফুটিয়ে দিয়ে যেন আরও একবার প্রমাণিত হলো— মৌসুমী কেবল একজন জনপ্রিয় অভিনেত্রীই নন, বরং তিনি মানবতারও এক উজ্জ্বল প্রতীক।
প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিনে ভক্তরা তার জন্য দোয়া করেন তিনি যেন সবসময় সুস্থ থাকুন এবং তার দীর্ঘায়ু কামনা করেন।
আয়োজন আয়োজনে দায়িত্বে ছিলেন রোকাইয়া সিদ্দিকা, মৌসুমী ফ্যান ক্লাবের নিবেদিতপ্রাণ সদস্য। ভলেন্টিয়ারের দায়িত্বে ছিলেন ইসরাত, রোজ, রুমানা, প্রিয়া, মাসুদ, আমজাদ। তাদের একাগ্র প্রচেষ্টায় ও ভালোবাসায় অনুষ্ঠানটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়।
মৌসুমী তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, আমার জন্মদিন উপলক্ষে ফ্যান ক্লাবের পক্ষ থেকে দুই শতাধিক অসহায় মানুষের হাতে খাবার তুলে তাদের হাসি ফুটিয়েছে। আসলে মানুষের জীবনে ভালো কাজে আনন্দ পাওয়াটাই আসল। আমার ফ্লান ক্লাবের যারা আছে তারা আমাকে এই কাজের মাধ্যমে আনন্দিত করেছে। আমি ভীষণ খুশী হয়েছি। সবার জন্য আমার পক্ষে থেকে ভালোবাসা।









