ঢাকা ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক এর মৃত্যুতে ব্যাংকের প্রধান কার্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শোকসভায় উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার, প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জামান খান, পরিচালক আলতাফ হোসেন সরকার, আব্দুল্লাহ আল আহসান, রাখী দাস গুপ্তা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফজলে রশিদ, ঢাকা ব্যাংকের সাবেক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, ঢাকা ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শাহনেওয়াজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাক আহমেদ, এ এম এম মঈন উদ্দিন, আখলাকুর রহমান এবং শেখ আব্দুল বাকির, ঢাকা ব্যাংক ফাউন্ডেশনের সিইও আরহাম মাসুদুল হক, ব্যাংকের বিভাগীয় প্রধানরা এবং সিনিয়র শাখা ব্যবস্থাপকরা।
এছাড়াও এমরানুল হক এর পরিবা্রের পক্ষ থেকে তার ছেলে জিসানুল হক, ভাইয়ের ছেলে আয়মান হক, বড় জামাতা রাকাত জামি ও ছোট জামাতা সাফিন আজয়াদ ভরসা উপস্থিত ছিলেন।
শোকসভায় বক্তারা এমরানুল হকের কর্মময় জীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন।









