শোকাবহ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ২৬ জনকে নির্মমভাবে হত্যা করা হয়। দিনটিকে ঘিরে প্রতিবারই শোক পালনসহ বিভিন্ন কর্মসূচী পালন করে আওয়ামী লীগ। ৫ আগস্ট ক্ষমতা থেকে দলটির পতনের পরের চিত্র এবার ভিন্ন। আগুনে পোড়া ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতেও নেই কোনো আয়োজন।
তবে অন্তর্জালে বঙ্গবন্ধুকে শ্রদ্ধাভরে স্মরণ করতে দেখা গেছে দেশের বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের। বাদ যাননি শোবিজ তারকারাও। আওয়ামী লীগ সরকারের পতনে যারা সক্রিয় ছিলেন, তারাও অন্তর্জালে স্মরণ করছেন বঙ্গবন্ধুকে। বলছেন, ‘বঙ্গবন্ধু সবার, তিনি কোনো দলের নন।’
দেখে নেয়া যাক, বঙ্গবন্ধুর ৪৯তম প্রয়াণ দিনে কে কী বলছেন-
বঙ্গবন্ধুকে নিয়ে আঁকা একটি চিত্রকর্ম শেয়ার করে জনপ্রিয় ‘অ্যালেন স্বপন’ খ্যাত নির্মাতা শিহাব শাহীন লিখেছেন,“বিনম্র শ্রদ্ধায়। এই আওয়ামী লীগ ও শেখ হাসিনা বঙ্গবন্ধুর লিগেসিকে নষ্ট করেছে। কিন্তু তবুও, বঙ্গবন্ধু (সব বুলশি*ট এর) উর্ধ্বে।” নির্মাতা আশুতোষ সুজনও বঙ্গবন্ধুকে নিয়ে একটি আর্টওয়ার্ক শেয়ার করে লিখেছেন,“তোমাকে যেন ভুলে না যায়।”
বিগত দিনে বাকস্বাধীনতাসহ সব অন্যায়ের প্রতিবাদ করেছেন নির্মাতা আশফাক নিপুন। বৃহস্পতিবার এক লেখায় তিনি ‘বঙ্গবন্ধু এখন সবার’ বলে মন্তব্য করেছেন।
নিপুন লিখেছেন,“বঙ্গবন্ধু বঙ্গবন্ধুই। তিনি থাকবেন। গত ১৫ বছরে স্বৈরশাসনের দমন পীড়নের হাতিয়ারে যেমন তাঁকে অন্যায়ভাবে ব্যবহার করা হয়েছিল, ঠিক তেমনি ছাত্র-জনতার গণ আন্দোলনেও “তোমার ১২টা বাইজে গেছে” স্লোগানেও তিনি ছিলেন। আওয়ামী সরকারের একক কুক্ষিগত করার চেষ্টায় বঙ্গবন্ধুকে যেভাবে বিস্মৃত করার চেষ্টা ছিল, আজকে শোক প্রকাশে বাঁধা প্রদানে, সাংবাদিকদের ছবি তুলতে বাঁধা দেয়ায় উনি পুনরায় জ্যান্ত হয়ে উঠছেন। মনে রাখবেন ৫ আগস্ট ছাত্র-জনতার সাথে সাথে তিনিও স্বৈরশাসন থেকে মুক্ত। বঙ্গবন্ধু এখন সবার। পতিত আওয়ামী স্বৈরশাসককে ঠেকাতে গিয়ে বঙ্গবন্ধুর কোন অসম্মান যেন না হয়।”
নির্মাতা আকরাম খান বলেন,“ছয় দফা দাবি আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর পঁচাত্তরে সপরিবারে হত্যায় গভীর শোক প্রকাশ করছি। বিস্মিত হই ভেবে, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা স্বজন হারানোর কষ্ট পেয়েও কি করে এদেশের অগণিত মানুষ হত্যা করলো। ১৫টা বছর হাসিনা মুক্তিযুদ্ধকে নিজের কুক্ষিগত করে রেখেছিল। মহান মুক্তিযুদ্ধকে প্রতিপক্ষ করে তুলেছিল এদেশের ছাত্র জনতার। এই অদ্ভুত সময়ে আমার কানে শুধু বাজছে আনু মুহাম্মদ এর কথাটি ‘মুক্তিযুদ্ধকে মুক্ত করতে হবে। মুক্তিযুদ্ধকে জনতার হাতে ফিরিয়ে আনতে হবে’।”
১৫ আগস্ট ১৯৭৫ সালের নির্মম হত্যাযজ্ঞে বঙ্গবন্ধুকে নিয়ে শিল্পী শাহাবুদ্দীন আহমেদ এর একটি চিত্রকর্ম শেয়ার করে অভিনেত্রী জাকিয়া বারী মম লিখেন,“আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা…”। একই চিত্র শেয়ার করে অভিনেত্রী শানারৈ দেবী শানু লিখেছেন, বিনম্র শ্রদ্ধা। ইতিহাসের পাতায় বাঙালির চেতনায় চির অম্লান তুমি,বঙ্গবন্ধু…।” বঙ্গবন্ধুর সাদাকালো একটি স্থিরচিত্র শেয়ার করে আজমেরী হক বাঁধন লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা।”
একই ছবি ছবি শেয়ার করে অভিনেত্রী, নির্মাতা মেহের আফরোজ শাওন লিখেছেন, “জাতীয় শোকদিবস বাতিলের ‘ক্ষ্যাতাপুড়ি’— আজ আমার ব্যক্তিগত শোকদিবস। প্রয়াণদিবসে মাথানত শ্রদ্ধা হে জাতির পিতা…।” অভিনেতা, নির্মাতা কচি খন্দকার লিখেছেন,“শেখ শেখ শেখ মুজিব লও লও লও সালাম।”
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা নিজের আঁকা একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘ধর্ষিতা মেয়ের বাবার নামের জায়গায় আমার নাম লিখে দাও শেখ মুজিবুর রহমান আর ঠিকানা ধানমণ্ডি বত্রিশ। বিনম্র শ্রদ্ধা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। বাকস্বাধীনতা সিরিজের আরেকটি ছবি আঁকলাম।’
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি লিখেছেন,“আপনি কোনো দলের না, আপনি এই জাতির সবার। আপনার ঋণ আমরা কোনোদিন ভুলবো না। বিনম্র শ্রদ্ধা হে জাতির জনক।” হুমায়ূন আজাদের একটি উক্তি তুলে ধরে বঙ্গবন্ধুর জন্য শোক জানান চিত্রনায়িকা নিপুন।
শোকাবহ ১৫ আগস্টে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে অন্তর্জালে শোক জানাচ্ছেন শোবিজ অঙ্গনের আরো বহু মানুষ। এরমধ্যে নির্মাতা এস এ হক অলিক, সাইমন সাদিক, কুসুম শিকদার,কাজী নওশাবা, আবদুল্লাহ আল সেন্টু, আমান রেজা, সুষমা সরকার, পিয়া জান্নাতুলদের মতো শোবিজ বহু পরিচিত মুখেরা শোক জানাচ্ছেন।









