সিলেটে একটি কনসার্টে যোগ দিতে শনিবার ভোরে ঢাকা থেকে রওনা হন পিয়াল। সঙ্গে ছিলেন ‘অড সিগনেচার’ ব্যান্ডের অন্য সদস্যরা। ভোর সাড়ে ৫টার দিকে নরসিংদী পাচদোনা ডিম হলিডে পার্কের সামনে সিলেট থেকে আসা যাত্রিবাহী বাসের ধাক্কায় ধুমড়েমুচড়ে যায় তাদের বহন করা মাইক্রোবাসটি। সেখানে নিহত হন ব্যান্ড সদস্য পিয়ালসহ মাইক্রোবাসটির চালক সালাম। মারাত্মক আহত হয়েছেন ব্যান্ডটির অন্য তিন সদস্য সাকিন (২৬), আকিব (২৬) ও অমিতাভ (২৭)। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

‘অড সিগনেচার’ ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে ঘটনাটি প্রথমে জানানো হয়। সংগীতপ্রেমী মানুষের কাছে দ্রুতই পিয়ালের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে। প্রতিভাবান এই তরুণ শিল্পীর মৃত্যুতে স্তব্ধ গোটা সংগীত অঙ্গন।
শিল্পী, মিউজিশিয়ান থেকে শুরু করে বিভিন্ন ব্যান্ড-এর অফিশিয়াল পেজ থেকেও পিয়ালের জন্য শোক জানাচ্ছেন। সুস্থতা কামনা করছেন ব্যান্ডের আহত বাকি সদস্যদের জন্য। সংগীত সংশ্লিষ্টদের ছাড়াও সাধারণ শ্রোতাদর্শকও তরুণ জনপ্রিয় শিল্পী পিয়ালের মৃত্যুতে মাতম করছেন।
শিবু কুমার শীল, মিউজিশিয়ান
প্রবর রিপন, মিউজিশিয়ান
শারমিন সুলতানা সুমি, শিল্পী
জুনায়েদ ইভান, মিউজিশিয়ান
পলাশ নূর, ভোকালিস্ট (ওয়ারফেজ)
তাশরিফ খান, শিল্পী
অ্যাসেজ, ব্যান্ড
শূন্য, ব্যান্ড
মেকানিক্স, ব্যান্ড
আফটার ম্যাথ বাংলাদেশ
বাগধারা, ব্যান্ড
দৃক, ব্যান্ড









