টানা ছয় ম্যাচ জয়হীন থাকার পর প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে ২-০ গোলে হেরে যায় ম্যানচেস্টার সিটি। গ্যালারি থেকে তখন দুয়ো শুনতে হয়েছিল সিটি কোচ পেপ গার্দিওলাকে। ম্যাচ শেষে প্রসঙ্গক্রমে চেলসি ও ম্যানেচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ হোসে মরিনহোর কথাও উঠেছিল। তাকে নিয়ে মন্তব্য করেছিলেন গার্দিওলা। ম্যানসিটি কোচের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন মরিনহো।
গত রোববার অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ম্যাচ চলাকালীন অলরেড সমর্থকরা ‘কাল সকালেই তোমাকে ছাঁটাই করা হবে’ বলে গার্দিওলাকে উদ্দেশ্য করে গান ও স্লোগান ধরেন। এক পর্যায়ে গার্দিওলা গ্যালারির দিকে নিজের ছয় আঙুল উঁচিয়ে দেখান। অর্থাৎ, সিটির হয়ে ছয়বার প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের কথা মনে করিয়ে দেন।
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে যখন মরিনহোর বাজে সময় কেটেছিল, তখন দুয়ো শুনে একই কাজ করেছিলেন মরিনহো। গ্যালারির দিকে তিন আঙুল উঁচিয়ে ধরে চেলসির হয়ে তিনবার লিগ চ্যাম্পিয়ন হওয়ার কথা স্মরণ করিয়ে দেন। যদিও ২০১৮ সালে লিভারপুলের কাছে পরাজয়ের পর বরখাস্ত হয়েছিলেন পর্তুগিজ কোচ।
লিভারপুলের কাছে ম্যানসিটির হারের পর সংবাদ সম্মেলনে গার্দিওলাকে বিষয়টি মনে করিয়ে প্রশ্ন ছিল, মরিনহোর মতো পরিণতি হতে চলেছে কিনা তারও? সিটি কোচ বলেছিলেন, ‘আশা করি, আমার ক্ষেত্রে তা হবে না। তিনি তিনটি জিতেছেন, আর আমি জিতেছি ছয়টি। তবে আমরা একইরকম।’
গার্দিওলার এমন মন্তব্য গায়ে লেগেছে বর্তমানে তুরস্কের ক্লাব ফেনেরবাচের কোচ মরিনহো। জবাবে সিটির বিরুদ্ধে আর্থিক নীতিমালা ভঙ্গের অভিযোগের দিকে ইঙ্গিত করেছেন। বলেছেন, ‘গার্দিওলা আমার সম্পর্কে মন্তব্য করেছেন, তিনি ছয়টি ট্রফি জিতেছেন এবং আমি তিনটি জিতেছি, কিন্তু আমি ন্যায্য এবং পরিষ্কারভাবে জিতেছি। আমি হেরে গেলেও প্রতিপক্ষকে অভিনন্দন জানাতে চাই, কারণ তারা আমার চেয়ে ভালো ছিল। আর আমি আদালতের ১৫০টি মামলা মোকাবেলা করে জিততে আগ্রহী নই।’
উল্লেখ্য, সিটির বিরুদ্ধে ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত প্রিমিয়ার লিগের আর্থিক নীতিমালা ভঙ্গের ১১৫টি অভিযোগের প্রেক্ষিতে শুনানি শুরু হয়েছে।









