জুনে বিশ্বকাপ শুরুর আগে দুর্দান্ত সময় কাটিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি বোলার গুডাকেশ মোতি। সেটির স্বীকৃতি পেলেন বিশ্বকাপ শুরুর পর। আইসিসির মে মাসের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এ পুরস্কার জিতলেন মোতি। পথে পেছনে ফেলেছেন পাকিস্তানের বাঁহাতি পেসার শাহিন আফ্রিদি ও আয়ারল্যান্ডের লোরকান টাকারকে। বছরের জানুয়ারিতে দলটির প্রথম খেলোয়াড় হিসেবে মাসসেরার পুরস্কার জিতেছিলেন শামার জোসেফ।
মে মাসে সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। বাঁহাতি স্পিনে মোতি ৮.৫০ গড়ে ৮ উইকেট নিয়েছিলেন। তার দুর্দান্ত পারফরম্যান্সের সাথে স্বাগতিকরা ৩-০তে সিরিজ জিতে নেয়।
বিশ্বকাপেও এপর্যন্ত দুর্দান্ত খেলছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ খেলে স্বাগতিক দলটি তিনই জিতেছে। ‘সি‘ গ্রুপে সবার উপরে আছে।









