ভারতের মহারাষ্ট্রে বড়দিন ও নতুন বছর উদযাপনে মদ কেনার জন্য মায়ের কাছে টাকা দাবি করে ২৩ বছর বয়সী দানেশ্বর নাথরাও মুন্ডে। কিন্তু তার মা সঙ্গীতা নাথরাও মুন্ডে (৪০) টাকা না দিলে রাগে মাকে হত্যা করে ছেলে দানেশ্বর।
রোববার ২৪ ডিসেম্বর হত্যার অভিযোগে দানেশ্বরকে গ্রেপ্তার করে পুলিশ। গত শুক্রবার সে তার মাকে হত্যা করে।
পুলিশ জানিয়েছে, মদ কেনার জন্য মায়ের কাছে টাকা চেয়েছিল দানেশ্বর। কিন্তু ছেলেকে টাকা দিতে আপত্তি জানান মা সঙ্গীতা। রাগের বশে মায়ের সঙ্গে ঝগড়া শুরু করে দানেশ্বর। হাতের কাছে শাবল দেখতে পেয়ে তা দিয়ে মায়ের মাথায় আঘাত করে দানেশ্বর। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় সঙ্গীতার।
পুলিশের দাবি, রক্তাক্ত অবস্থায় ঘরের ভিতর মায়ের দেহ ফেলে ঘরের দরজা বন্ধ করে পালিয়ে যায় দানেশ্বর। ঘটনার একদিন পর দানেশ্বরকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে পুলিশি হেফাজতেই আছে দানেশ্বর।







