রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে নিহত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজের জেলা ময়মনসিংহের কাইচান গ্রামের বাড়িতে চলছে শোক। ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা-বাবা ও একমাত্র বোন।
তুচ্ছ ঘটনায় প্রকাশ্যে এমন নির্মম হত্যাকাণ্ডে হতবাক সবাই। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। সন্তান হারানো শোকে কাঁদছেন মা পারভীন আক্তার। বাবা জসিম উদ্দিন শোকে পাথর।
মৃত্যুর আগের দিন রাতে মায়ের সাথে শেষবারের মতো ভিডিও কলে কথা বলেন ছেলে। ছেলের মৃত্যুর খবর পেয়ে কুয়েত প্রবাসী বাবা জসিম উদ্দিন বাড়ি ফিরেছেন রোববার ভোরে। একমাত্র ছেলের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি।
এলাকার প্রিয়মুখ পারভেজের এমন মৃত্যুতে কাঁদছে ভালুকার বিরুনীয়া ইউনিয়নের কাইচান গ্রামের মানুষ। পারভেজের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কাইচান গ্রামের মানুষ। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান তারা।
শনিবার বিকেলে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা।
এই ঘটনায় আটজনের নামসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে বনানী থানায় মামলা করেছেন নিহতের মামাতো ভাই হুমায়ুন। রোববার রাত ৯টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় পারভেজের মরদেহ।









