শেখ সেলিম: ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকে থাকা মা ও ছেলে নিহতের ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের সোহেল রানার স্ত্রী রিপা ও তার ছেলে ৬ বছর বয়সী ছেলে সোয়াদ ইজিবাইকে নিজ বাড়ি শিতালীডাঙ্গা গ্রামে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
তারা ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চাঁদপুর নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
ট্রাকের ধাক্কায় রিপা ও শিশু সোয়াদ রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রিপাকে মৃত ঘোষণা করে।
আহত শিশু সোয়াদকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে মারা যায় সোয়াদ।









