বগুড়ার শিবগঞ্জে কুয়েত প্রবাসীর বাড়িতে লুটপাটের পর স্ত্রী ও কলেজ পড়ুয়া ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার সাদুল্যাপুর বটতলা গ্রামে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।
নিহতরা হলেন— কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম (৪০) ও তাদের ছেলে ইমরান হোসেন (১৮)। ইমরান স্থানীয় এক কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, সোমবার সকালে কাজ করতে এসে রাজমিস্ত্রি পরিবারের সাড়া না পেয়ে প্রতিবেশীদের খবর দেন। পরে জানালা দিয়ে মা-ছেলের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
পুলিশ ও সিআইডি টিম ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় বাড়ির পালিত যুবক হাসান নিখোঁজ রয়েছেন। মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।









