টি-টুয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের ছোট ফরম্যাটের সিরিজ খেলবে বাংলাদেশ। মঙ্গলবার প্রথম ম্যাচের আগে চলছে অনুশীলন। ফাঁকে মোস্তাফিজুর রহমান জানিয়েছেন প্রিয় ফরম্যাটের কথা। অন্যসব ফরম্যাটের চেয়ে টি-টুয়েন্টি খেলতেই বেশি পছন্দ করেন কাটার মাস্টার। কেন পছন্দ করেন সে ব্যাখ্যাও দিয়েছেন টাইগার পেসার।
রোববার বিসিবির প্রকাশিত এক ভিডিওতে মোস্তাফিজ বলেছেন, ‘ভালো লাগার প্রসঙ্গ এলে টি-টুয়েন্টিটা বেশি পছন্দ করি। এই সংস্করণে চাপ বেশি। এ কারণেই মনে হয় আমার ভালো লাগে। চাপটা অনেক উপভোগ করি।’
মোস্তাফিজের মতে, বড় খেলোয়াড় হতে হলে বড় কোনো ইভেন্ট বা শিরোপা জেতাটা গুরুত্বপূর্ণ। তাই দেশের হয়ে বড় কোনো অর্জন না আসা পর্যন্ত থাকবে আক্ষেপ।
‘দেশের হয়ে খেলা তো একটা গৌরবের বিষয়। সবসময় দেশের হয়ে খেলাটা উপভোগ করি। আমার কাছে মনে হয় একজন খেলোয়াড় যখন অভিজ্ঞ হয়, বড় কোনো ইভেন্ট বা শিরোপা জেতে, তখন কোনো খেলোয়াড় বড় হয়। সেই হিসেবে আক্ষেপ তো একটা রয়েই গেছে।’
সতীর্থদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি প্রসঙ্গে ২৮ বর্ষী বাঁহাতি পেসার বলেছেন, ‘আমাদের যে পেস বোলাররা আছে- তাসকিন, শরীফুল, সাইফউদ্দিন (যদিও তিনি বিশ্বকাপ দলে নেই), হাসান মাহমুদ। যেটুকু শিখেছি, সেটা ওদের সঙ্গে ভাগাভাগি করব। এতে যদি আমাদের আরেকটু উন্নতি হয়। সাকিব ভাই আছে, রিয়াদ ভাই আছে। আমরা যদি কখনো আটকে যাই, মাঠে হতে পারে বা কোনকিছু জানার থাকলে ভাইদের কাছ থেকে সিদ্ধান্তগুলো নিতে পারব।’









