মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ সিরিয়াল নিয়ে দর্শকদের উন্মাদনা দেখা যাচ্ছে তুঙ্গে! বুধবার দুপুরে এসেছে সিরিয়ালটির ১২ তম পর্ব, এরই মধ্যে দর্শকরা হুমড়ি খেয়ে দেখা শুরু করেছেন পরিবারের গল্পে নির্মিত সিরিয়ালটি।
আগের পর্বটি মাত্র ৩ ঘণ্টায় মিলিয়ন হওয়ায় রেকর্ড গড়েছিল। এবারও আরও কম সময়ে (২ ঘণ্টা ৫৫ মিনিট) সিনেমাওয়ালা ইউটিউব থেকে মিলিয়ন ভিউস অতিক্রম করে পূর্ব রেকর্ড ভেঙে দিল। সেই সঙ্গে প্রায় তিন হাজার মন্তব্য চোখে পড়েছে, যাতে বোঝা যাচ্ছে দর্শকদের উচ্ছ্বাস।
পর্বগুলো দেখে দর্শকদের এর চরিত্র সামির, মেহরিন, ফাহাদের পাশাপাশে শ্বাশুড়ির চরিত্রে মনিরা মিঠু, ফুপুর চরিত্রে দীপা খন্দকার, শ্বশুর চরিত্রে নাদের চৌধুরীকে নিয়ে নানা মন্তব্য করছেন। প্রতিটি চরিত্র নিয়ে দর্শকদের বিশ্লেষণ বলে দিচ্ছে, ‘এটা আমাদেরই গল্প’ নির্মাণের স্বার্থকতা!
নাসিয়া আক্তার নামে একজন লিখছেন, এই নাটকে বাস্তবটা তুলে ধরা হইছে। সংসার-জীবনটা সত্যিই এমন হয়। শেখ রিফাত লিখেছেন, নাটকের গল্পটা এত নিখুঁতভাবে সাজানো হয়েছে যে এর টানটান ভাব এক মুহূর্তের জন্যও চোখ সরাতে দেয় না। প্রতিটি শুধু ভালো লাগা নয়, এটা এক গভীর ভালো লাগা যা মনে গেঁথে যাচ্ছে।
শম্পা দাস গুপ্ত নামে এক দর্শক ইন্ডিয়া থেকে দেখছেন উল্লেখ করে মন্তব্য করেন, আমাদের ভারতীয় সিরিয়ালের চেয়েও ভালো হচ্ছে এই সিরিয়াল। আমার দেখা বাংলাদেশের অন্যতম সেরা সিরিয়াল। তবে বেশীরভাগ আইডি’র মন্তব্য হচ্ছে, সপ্তাহে আরও দুটি পর্ব বাড়ালে ভালো হয়।
সপ্তাহের মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে নয়টায় চ্যানেল আই এবং বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে ‘এটা আমাদেরই গল্প’।

সিরিয়ালটির গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।







