Advertisements
বেশিরভাগ ছাপাখানায় এখনো প্রাথমিক বিদ্যালয়ের বই ছাপার কাজ শুরু হয়নি। মাধ্যমিকের ষষ্ঠ ও সপ্তম ছাড়া বাকি শ্রেণিগুলোর বই ছাপার কাজ কিছুটা ভালো অবস্থায় রয়েছে। তবে মন্ত্রণালয়ের আশা, নির্দিষ্ট সময়েই বেশিরভাগ বই পাবে শিক্ষার্থীরা।






