সিনেমা দিয়ে শোবিজে পথচলা তানহা তাসনিয়ার। শাকিব খান, আরিফিন শুভ, নিরব, ইমনের সঙ্গে সিনেমা করার অভিজ্ঞতা আছে তার। তবে গত দুবছর ধরে তানহা নাটকে নিয়মিত হয়েছেন। তার মতে, সিনেমা কম হওয়ায় এই মাধ্যমে কাজ করে তিনি ব্যস্ত হতে পেরেছেন, স্বাচ্ছন্দ্য পেয়েছেন।
চেষ্টা করছিলেন নাটকে নিজের অবস্থান মজবুত করার। সেই চেষ্টার সম্ভবত সফল পরিণতি পেতে যাচ্ছেন তানহা তাসনিয়া। কারণ, আসন্ন ঈদে মোশাররফ করিম অভিনীত যতগুলো নাটক প্রচার হবে সেগুলোর বেশিরভাগ নাটকে থাকছেন তানহা তাসনিয়া।
তাসনিয়া জানান, ঈদে তার ১১টি নাটক প্রচার হবে। এরমধ্যে ৯টি নাটকে তিনি মোশাররফ করিমের বিপরীতে থাকছেন। সবগুলো নাটক নির্মাণ করেছেন তাইফুর জাহান আশিক।
তানহার সঙ্গে আলাপ করলে তিনি নাটকের নামগুলো জানান, ‘বাড়ি গাড়ি নারী’, ‘বউ সেটিং’, ‘আমি নার্ভাস’, ‘ফরেন লাভার’, ‘স্বপ্ন যাবে বাড়ি’, ‘পাওনাদার’, ‘চিরকুমার সংরক্ষণ’, ‘সত্য বলিতে চাই’ এবং ‘চাকরিজীবী বউ’। সবগুলো নাটক ঈদে টিভি ও বিভিন্ন ইউটিউবে প্রচারিত হবে।
ঈদের মতো সবচেয়ে বড় উৎসবে মোশাররফ করিমের মতো শীর্ষ অভিনেতার সঙ্গে একসঙ্গে ৯ নাটকে কাজ করতে পারাটা সৌভাগ্যের ব্যাপার বলে মনে করেন তানহা তাসনিয়া। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, মোশাররম ভাইয়ের সঙ্গে ঈদে একসঙ্গে এতোগুলো নাটক আমি প্রথম করলাম।
এর আগে তাইফুর জাহান আশিকের পরিচালনায় মোশাররফ করিমের সঙ্গে ‘বউ ভীষণ পাওয়ারফুল’ নাটকে অভিনয় করে সাড়া পেয়েছিলেন তানহা।
তিনি বলেন, তারপর মোশাররফ ভাইয়ের সঙ্গে কয়েকটি কাজ করেছি। তিনি জানিয়েছেন, আমি সহশিল্পী হিসেবে অনেক কমফোরটেবল এবং পেইনলেস। সবসময় খুঁটে খুঁটে তার কাছ থেকে অভিনয়ের বিভিন্ন দিক জিজ্ঞেস করতাম। যে কোনো কিছু শিখতে চাইতাম। উনি তখনই আমাকে বলেছেন, তোর মধ্যে নায়িকাদের মতো নখরামি নেই। নখরামি মানে লেট করি না, শুটিংয়ে এটা সেটার বাহানা দেই না, কোনো এক্সকিউজ থাকে না।
তানহা তাসনিয়া বলেন, এবার ঈদের কাজগুলো নিয়ে আমার অভিজ্ঞতা সুপার। আমি খুব প্রাউড ফিল করছি। আগে ঈদের শপিং নিয়ে ব্যস্ত থাকতাম এখন আর্টিস্ট হিসেবে নিজের কাজ নিয়ে হ্যাপিনেস কাজ করছে। এবার ঈদে আমার মনে হচ্ছে সেইভ জোনে আছি। কারণ মোশাররফ ভাইয়ের সঙ্গে সর্বাধিক কাজ আমার। সেজন্য মনে হচ্ছে, এবার ঈদ হবে মোশাররফ করিম ও তানহা তাসনিয়াময়।








