‘দিন দ্য ডে’ সিনেমা করতে গিয়ে যে চুক্তি ছিলো, সেটা ভেঙেছেন অনন্ত জলিল- এমন অভিযোগ তুলে দিন চারেক আগে ‘মামলার হুমকি’ দিয়েছিলেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। এ নিয়ে আলোচনা সমালোচনাও কম হয়নি। পরবর্তীতে নির্মাতার অভিযোগের যুক্তি খণ্ডন করে পাল্টা জবাব দিয়েছিলেন প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল।
তবে এবার মূল চুক্তিপত্র এবং মূল পরিকল্পিত বাজেট নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করলেন ইরানি নির্মাতা। যেখানে চুক্তিপত্র অনুযায়ি দেখা যাচ্ছে, ‘দিন দ্য ডে’র সর্বমোট বাজেট ধরা হয়েছে ৫ লাখ ইউএস ডলার। যা বর্তমান বাজারমূল্যে বাংলাদেশি টাকায় পৌনে ৫ কোটির মতো!
অথচ ‘দিন দ্য ডে’ নির্মাণের শুরু থেকে অনন্ত জলিল সিনেমাটির বাজেট বলে এসেছেন ১০০ কোটি টাকা! এই সিনেমা সংশ্লিষ্ট কোনো অনুষ্ঠান কিংবা গণমাধ্যমে দেয়া বিভিন্ন সাক্ষাৎকারেও ফলাও করে ছবির বাজেট শত কোটি টাকার কথা বলেছেন অনন্ত। নির্মাতা মুর্তজা অতাশ তার ইনস্টাগ্রামে এক দীর্ঘ লেখায় এ বিষয়েও কথা বলেন।
বাংলায় লেখা এক বিবৃতিতে মুর্তজা জানান, ২০১৮ সালে ‘দিন দ্য ডে’ নিয়ে অনন্ত জলিলের সাথে চুক্তিটি সম্পন্ন হয়। চুক্তি অনুযায়ি কথা ছিলো অনন্ত জলিল পুরো টাকাটাই বিনিয়োগ করবেন। বিনিয়োগকারী হিসেবে তিনি ছবির লভ্যাংশের ৮৫ শতাংশ নিবেন এবং প্রযোজক হিসেবে তিনি ১৫ শতাংশ পাবেন।
চুক্তিপত্র এবং পরিকল্পিত বাজেট প্রকাশ করেছেন মুর্তজা অতাশ
তিনি বলেন, চলচ্চিত্রের চুক্তিপত্রে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে, জনাব অনন্ত জলিলের অর্থায়নে সিনেমাটি তৈরি হবে (কারণ এই ধারার চলচ্চিত্র ইরানের জনগণের পছন্দের না)। এবং সেই সাথে চুক্তিপত্রে স্পষ্টত তার নামটি এই চলচ্চিত্রের বিনিয়োগকারী ও অভিনেতা হিসেবে, এবং আমার নামটি প্রযোজক ও পরিচালক হিসেবে নিবন্ধিত হয়েছে।
সিনেমার বাজেট নিয়ে মুর্তজা বলেন, চলচ্চিত্রটির চুক্তি ও বাজেটের পরিমাণ ৫ লাখ মার্কিন ডলার ছিলো। অর্থাৎ আমরা ইরানি টিম কাজ করব এবং অনন্ত জলিল টাকা খরচ করবেন। চলচ্চিত্রের লভ্যাংশের ৮৫% বিনিয়োগকারীকে ও ১৫% প্রযোজক হিসেবে আমাকে দেওয়া হবে। সিনেমার বাজেট ঘোষণায় উনার দাবীর পরিমাণ স্পষ্টভাবে লেখা আছে। তিনি ‘ডে’ সিনেমার নির্মাণ ব্যয় দশ মিলিয়ন মার্কিন ডলার প্রচার করেছেন। যদিও তিনি এখন পর্যন্ত খরচের গুরুত্বপূর্ণ অংশ পাঁচ লাখ মার্কিন ডলার পুরোটা পরিশোধ করেননি। যেখানে কি-না দশ মিলিয়ন ডলারের দাবী, মূল বাজেটের প্রায় ত্রিশ গুন বেশি দাবী!







