২০৩০ সালে বসতে চলা ফুটবল বিশ্বকাপের শতবর্ষী আসরে আয়োজক হতে চায় মরক্কো। মঙ্গলবার দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ ঘোষণা করেন, স্পেন ও পর্তুগালের সঙ্গে তারাও আয়োজনে অংশ নিতে আগ্রহী। এতে যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেনের আয়োজক হওয়ার সম্ভাবনা কমে গেল।
মরক্কোর ক্রীড়ামন্ত্রী চাকিব বেনমোসা রাজা মোহাম্মদের দেয়া বার্তায় জানান, ‘এই অংশগ্রহণ হবে উভয়পক্ষের সেরাদের সমাবেশ, প্রতিভা, সৃজনশীলতা এবং অভিজ্ঞতা প্রদর্শনীর উপায়।’
কিগালিতে রাজা মোহাম্মদকে আফ্রিকান ফুটবল কনফেডারেশন-২০২২ অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স হিসেবে বিজয়ী ঘোষণার পর এমন বার্তা দিয়েছেন। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বার্ষিক সম্মেলন চলছে সেখানে।
২০২১ সালে স্পেন ও পর্তুগাল যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের ঘোষণা দিয়েছে আগেই। গত বছরের অক্টোবরে ইউক্রেন বিডে অংশ নেয়ার কথা জানায়। তবে স্প্যানিশ ও পর্তুগিজ ফুটবল ফেডারেশন মরক্কোর অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে কোনকিছু নিশ্চিত করেনি।
লাতিন আমেরিকার উরুগুয়ে, আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং চিলির ২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক হতে আগ্রহী। সৌদি আরব, মিশর ও গ্রিস মিলেও আসরটি আয়োজন করতে চায়।
২০২৬ বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী ছিল মরক্কো। ভোটে হেরে সেটা সম্ভব হয়নি। এরআগেও দেশটি বিশ্বকাপ আয়োজনে আগ্রহী ছিল। ১৯৯৪, ১৯৯৮, ২০০৬ এবং ২০১০ সালেও চেষ্টা করেছিল কাতার বিশ্বকাপে সেমিফাইনাল খেলা মরক্কো।







