মাঝ আকাশে বিপত্তি। হঠাৎ উড়োজাহাজের ইঞ্জিন বিকল। কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করল বেঙ্গালুরুগামী ইন্ডিগো উড়োজাহাজ। আর তাতে বাঁচলেন উড়োজাহাজে থাকা দেড় শতাধিক যাত্রী।
রোববার ১ সেপ্টেম্বর এনডিটিভিসহ ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম সূত্রে এই তথ্য জানা যায়। এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, এসময় উড়োজাহাজে ছিলেন ১৫০ যাত্রী ও ২৩ জন ক্রু মেম্বার। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি, বিমানে থাকা সকলেই সুস্থ রয়েছে বলে জানা যায়।
কলকাতা বিমানবন্দর জানায়, ইন্ডিগো ৬-ই ৫৭৩তে বিমানকর্মী এবং যাত্রী মিলিয়ে মোট ১৭৩ জন ছিলেন। কলকাতা বিমানবন্দর থেকে ইন্ডিগো উড়োজাহাজটি বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দিয়েছিল। এর কিছুক্ষণ পরেই উড়োজাহাজের ডান দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। তৎক্ষণাৎ কলকাতা বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। জরুরি অবতরণের অনুমতি মিলতেই কলকাতা বিমানবন্দরে ফিরে আসে বিমানটি।
জানা যায়, এই ঘটনায় হতাহত না হলেও আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মাঝে। জরুরি অবতরণের পরেই ঘটনাস্থলে ছুটে যায় দমকল। আগে থেকেই ইঞ্জিন খারাপ ছিল কি-না, তা তদন্ত করে দেখা হচ্ছে। পাইলটের তৎপরতার কারণেই বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।









