পবিত্র হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৭৫ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী। তবে এদের মধ্যে ১২ জন হজযাত্রী বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
হেল্পডেস্কের তথ্যমতে, সর্বশেষ ৬ জুন মক্কায় শেখ আরিফুল ইসলাম (৫৭) নামের একজন মারা গেছেন। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১১ জন পুরুষ ও একজন মহিলা।
মক্কাজুড়ে চলছে অবৈধ হজযাত্রী ও অভিবাসীদের ধরপাকড়। বাংলাদেশীসহ বিভিন্ন দেশের কয়েক হাজার অবৈধ অভিবাসীকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মূলত হজ কার্যক্রম নির্বিঘ্ন করতেই এমন পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার।
হাজীদের স্বাস্থ্যসেবা, মিনা-মুজদালিফায় তাবু ব্যবস্থাপনা, মক্কায় আবাসন সরজমিনে পরিদর্শন করেছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।
এর আগে, গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। হজের শেষ ফ্লাইট যাবে ১২ জুন।
এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব যাবেন ৮৫ হাজার ২৫২ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮০ হাজার ৬৯৫ জন। প্রতি ৪৪ জনে একজন করে গাইড হিসেবে ১ হাজার ৮৯৯ জন হজযাত্রীদের সঙ্গে যাবেন।









