মালদ্বীপে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। দেশটির ইমিগ্রেশন বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুন মাস পর্যন্ত ২ হাজার ২২ জন অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
২০২৩ সালের ১৭ নভেম্বর নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ৭ হাজার ৬৩৫ জন অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ।
কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের শনাক্ত করে দেশে পাঠানোর কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।









