ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী বাংলাদেশিদের ভোটগ্রহণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এরই মধ্যে চার লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী ভোটার তাদের ভোট প্রদান সম্পন্ন করেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম সংশ্লিষ্ট ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এই তথ্য নিশ্চিত করে জানান, সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা সাত লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের কাছে সংশ্লিষ্ট গন্তব্য দেশে ব্যালট পাঠানো হয়েছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, এর মধ্যে চার লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। তাদের মধ্যে চার লাখ ২৫ হাজার ৭৮৮ জন ভোট দিয়ে তা ফেরত পাঠিয়েছেন। ভোটারদের পাঠানো পোস্টাল ব্যালটের মধ্যে তিন লাখ ৭০ হাজার ৩২২টি সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে। এছাড়া ২১ হাজার ৫০৮টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে।
জানা গেছে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি গত বছরের ১৮ নভেম্বর চালু করা হয় এবং ১৯ নভেম্বর থেকে এর মাধ্যমে নিবন্ধন কার্যক্রম শুরু হয়। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত এই অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৮১ হাজার ৪৩৬ জন এবং নারী ভোটার ২ লাখ ৫২ হাজার ২৪৬ জন।









