যুক্তরাষ্ট্রের শিকাগোতে ও’হারে আন্তর্জাতিক বিমানবন্দর এবং আশেপাশের অঞ্চলে একাধিক টর্নেডোর আঘাতে ও’হারে এবং আশেপাশের ৩০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। দ্য গার্ডিয়ান জানায়, ওই এলাকায় গতকাল অন্তত আটটি টর্নেডোর খবর পাওয়া গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শিকাগো মারাত্মক আবহাওয়ার সম্মুখীন হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস কর্তৃপক্ষ বিশাল এবং অত্যন্ত বিপজ্জনক টর্নেডো দেখতে পাওয়ার পর অবিলম্বে বাসিন্দাদের নিরাপদ আশ্রয় যাওয়ার জন্য অনুরোধ জানায়।
সোশ্যাল মিডিয়ায় অনেকেই টর্নেডোর আঘাত হানার বেশ কিছু ভিডিও পোস্ট করেছেন যার মধ্যে রয়েছে ও’হারে বিমানবন্দরে টর্নেডোর দৃশ্য।
Tornado formation at a distance,as seen from Chicago O’Hare International Airport Wednesday evening.
The National weather service has issues a PDS tornado warning meaning particular Dangerous situation as a confirmed large and extremely violent tornado is on the ground. #tornado pic.twitter.com/0W04m0q80i
— FL360aero (@fl360aero) July 13, 2023
ভিডিওগুলোতে দেখা যায়, বিমানবন্দরে আঘাত হানছে টর্নেডো। এসময় টর্নেডোর সাইরেন বাজার শব্দ শুনতে পাওয়া যায়।
Visuals from the Chicago O’Hare International Airport (ORD). https://t.co/Qb4AabCPUd pic.twitter.com/CZV11t1iB7
— FL360aero (@fl360aero) July 13, 2023
এখন পর্যন্ত আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।







