গত দুই বছর ধরেই বল হাতে নিজের পুরোনো ধার খুঁজে পাচ্ছিলেন না ভুবনেশ্বর কুমার। বিশেষ করে গত বছরের টি-টুয়েন্টি বিশ্বকাপের স্মৃতি হয়তো ভুলেই যেতে চাইবেন ডানহাতি পেসার। তবে চলতি বছরের আইপিএলে এসে হঠাৎ করেই আবার ফেরার বার্তা দেন ৩২ বর্ষী তারকা। ফর্ম ধরে রেখেছেন সাউথ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজেও। আর তাতে বেশ সন্তুষ্ট ভুবেনশ্বরের আইপিএল কোচ ডেল স্টেইন।
চলতি বছরের আইপিএলে ভুবেনশ্বরের দল সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিং কোচ ছিলেন স্টেইন। সেসময় তারকা পেসারের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করেছেন সাউথ আফ্রিকান কোচ। তার ফলও এসেছে খুব দ্রুতই। সাবেক এ পেসারের মতে, অফফর্ম কাটিয়ে আবারও পুরোনো ধারায় ফিরেছেন ভুবেনশ্বর। গত কয়েক মাসে ভারতের পেসারের আত্মবিশ্বাস বেড়েছে বলেও মনে করেন তিনি। সোমবার এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন স্টেইন।
‘মাস দুয়েক আগেও তার মধ্যে কিছু একটার অভাব ছিল এবং এখন সে এটা খুঁজে পেয়েছে। তাকে এখন আগের চেয়ে আত্মবিশ্বাসী মনে হয়। কয়েক মাস আগে যখন তার সাথে আইপিএলে ছিলাম, তখন মনে হচ্ছিল সে কিছুটা গতি হারিয়েছে। আইপিএল শুরুর পর থেকেেই সে আবার গতি বাড়াতে শুরু করে। অতখানি দৌড়ে এসে নাকল বল করা মোটেও সহজ কাজ নয়।’
‘আইপিএলে প্রতিটি ম্যাচ খেলেছেন তিনি এবং মৌসুম জুড়েই নিজের দক্ষতা দেখিয়েছেন। সেখান থেকে কিছুটা ছন্দ পেয়েছেন, কিছুটা ফর্ম ফিরে পেয়েছেন এবং এরপর যা হয়েছে সেটা আপনারাও দেখলেন।’
প্রায় দুই বছর পর চলতি বছরের আইপিএলে বল হাতে জ্বলে উঠেছিলেন ভুবনেশ্বর। সানরাইজার্স হায়দ্রাবাদে হয়ে ১২ ম্যাচে খেলে নিয়েছেন ১৪টি উইকেট। সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছেন জাতীয় দলের জার্সি গায়েও। সাউথ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজে ২ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন তারকা এ পেসার।







