ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের ফোরদো, নাতাঞ্জ এবং ইস্পাহান পরমাণু কেন্দ্র।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
হোয়াইট হাউজ থেকে এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, দেশটি শান্তির পথ না ধরলে ভবিষ্যতে হামলার মাত্রা হবে অধিক ভয়াবহ হবে।
ইরানের ফোর্দো ও আরও দুটি পারমাণবিক স্থাপনার ওপর চালানো হামলাকে অসাধারণ সামরিক সাফল্য বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের যেকোনো ধরনের প্রতিশোধমূলক পদক্ষেপের জবাব হবে আরও শক্তিশালী এবং ভয়াবহ, যা আজ রাতের ঘটনাকেও ছাড়িয়ে যাবে। ’
তারও আগে তিনি জানান, যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, ফরদো, নাটানজ ও ইসফাহানে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী পূর্ণ বোমা বর্ষণ করেছে এবং সব যুদ্ধবিমান নিরাপদে ফিরে গেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ফোর্দো স্থাপনাটির একটি অংশ শত্রুপক্ষের হামলার শিকার হয়েছে। তবে এ হামলায় ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও নিশ্চিত করেনি দেশটির কর্তৃপক্ষ।
এই হামলা ট্রাম্পের বৈদেশিক নীতির ধরনকে স্পষ্টভাবে প্রকাশ করে। ইরান-ইসরায়েল সম্পর্ক এবং চলমান যুদ্ধের ক্ষেত্রে এটি এক গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের ইঙ্গিত দেয়।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িত হওয়া হবে খুবই বিপজ্জনক।









