গত মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে চার বছরের চুক্তিতে ইতালিয়ান ক্লাব এসি মিলানে যোগ দিয়েছিলেন স্পেনের ইউরোজয়ী অধিনায়ক আলভারো মোরাতা। মৌসুম না যেতেই তার উপর আস্থা রাখতে পারছে না ক্লাবটি। ধারে তুরস্কের ক্লাব চ্যাম্পিয়ন গ্যালাতাসারেতে যাচ্ছেন ৩২ বর্ষী মোরাতা।
গ্যালাতাসারে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে, ‘স্পেনের অধিনায়ক আলভারো মোরাতার সঙ্গে আনুষ্ঠানিক লোন চুক্তির আলোচনা শুরু হয়েছে।’
ইতালিতে এসে একবছর মোটেও ভালো কাটেনি মোরাতার। এপর্যন্ত ২৪ ম্যাচ খেলে গোলের দেখা পেয়েছেন মাত্র ছয়টি। ক্লাবও বর্তমানে খারাপ অবস্থায়, আছে টেবিলের আটে।
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে ক্লাব ক্যারিয়ার শুরু করা আলভারো মোরাতা সবশেষ ইউরোতে অধিনায়ক হয়ে শিরোপা জিতেছিলেন।









