মৌলভীবাজার জেলার কমলগঞ্জে পর্যটন শিল্পের প্রসারে মাধবপুর লেকে স্থাপন করা হচ্ছে দৃষ্টিনন্দন স্মারক। ইংরেজিতে `আই লাভ কমলগঞ্জ’ লেখা স্মারকটি রোববার থেকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন জানান, পর্যটকদের আকর্ষণ করতে নিজস্ব পরিকল্পনায় এটি একটি ছোট পদক্ষেপ, তবে আমাদের চেষ্টা অব্যহত থাকবে।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে অবস্থিত ‘মাধবপুর লেক’ দেশী-বিদেশী পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি ট্যুরিস্ট স্পট। ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) মাধবপুর চা বাগানের ১১ নম্বর সেকশনে অবস্থিত এই লেক।

মাধবপুর লেক একটি কৃত্রিম জলাধার! মাধবপুর চা বাগান কর্তৃপক্ষ ১৯৬৫ সালে বাগানের তিনটি টিলাকে বাঁধ দিয়ে পানি জমিয়ে রেখে গড়ে তোলে মাধবপুর লেক।
বাংলাদেশের পর্যটন স্পটগুলোর মধ্যে এই লেকটি অন্যতম। চলতি শীত মৌসুমের শুরু থেকেই বেড়ে চলছে পর্যটকদের অনাগোনা।









