মেয়েদের ইউরোর ফাইনালে প্রথমবার খেলতে যাচ্ছে স্পেন। বিশ্বকাপ, নেশনস লিগ বা অন্যান্য শিরোপা জিতলেও স্পেনের এখনও ইউরো জেতা হয়নি। বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস লেখার পর এবার ইউরোতেও লেখা হতে পারে ইতিহাস।
আসর শুরুর আগে স্পেন ফেভারিট কি না এমন প্রশ্নে দলটির অধিনায়ক ইরিন পারেদেস বলেছিলেন, ‘আমরা আসলে ফেভারিটের ওই ধারণা পছন্দ করি না। আমরা জানি এ পর্যন্ত আসতে আমাদের কি পোহাতে হয়েছে। যাইহোক না কেন, আমাদের লক্ষ্যের প্রতি নিবদ্ধ থাকতে হবে।’
সেমিফাইনালে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে গোল করে জার্মানিকে হারায় স্পেন। ফাইনালে উঠেই তারা লিখে ফেলেছে ইতিহাস। মেয়েদের ফুটবলের ইতিহাসে এটি দ্বিতীয় ঘটনা যেখানে একই দল বিশ্বকাপ এবং ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হচ্ছে। ২০০১ এবং ২০০৩ সালে জার্মানি সুইডেনের মুখোমুখি হয়েছিল।
ইতিহাস লেখা নিয়ে স্পেনের কোচ মন্টসে টোম বলেছেন, ‘পুরো আসর জুড়ে আমরা ইতিহাস লিখে চলেছি। সেমিফাইনাল এবং প্রথমবার ফাইনাল, জার্মানিকে প্রথমবার হারানো। আমরা লক্ষ্য অর্জন করে চলেছি এবং সেই কারণেই আমরা এখানে আছি।’
১৬ দলের মেয়েদের ইউরোর ফাইনাল বসবে আজ রোববার রাতে। খেলা হবে সুইজারল্যান্ডের বাসেলে এবং শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০ টায়। ইউরোতে প্রথমবার ফাইনাল খেলবে স্পেন। অপরদিকে টানা তৃতীয়বার মেজর কোনো আসরের ফাইনালে উঠে ইউরোর শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে লিয়াহ উইলিয়ামসনের ইংল্যান্ড।









