আফ্রিকা-ইউরোপের পর এবার এশিয়ার দেশ পাকিস্তানে শনাক্ত হয়েছে অতি সংক্রামক রোগ মাঙ্কিপক্স। এর মাত্র একদিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মাঙ্কিপক্স প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের কারণ উল্লেখ করে জরুরি অবস্থা ঘোষণা করে। পাকিস্তান ছাড়াও ইউরোপের দেশ সুইডেনেও কয়েক ঘণ্টা আগে মাঙ্কিপক্সে আক্রান্ত একজনকে শনাক্ত করা হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি সৌদি আরব থেকে ফিরে আসা ৩৪ বছর বয়সী এক ব্যক্তির দেহে মাঙ্কিপক্স শনাক্ত হয়। তিনি গত ৩ আগস্ট সৌদি আরব থেকে দেশে ফিরেন। এরপর অসুস্থ হলে হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে পরীক্ষা শেষে তার দেহে ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।
পাকিস্তানের পেশোয়ারের খাইবার মেডিকেল ইউনিভার্সিটি ভাইরাসের বিষয়টি নিশ্চিত করেছে। কর্তৃপক্ষ এখন সৌদি আরব থেকে আসা তার ফ্লাইটের অন্য সহযাত্রীসহ রোগীর সাথে ঘনিষ্ঠ যোগাযোগে থাকা ব্যক্তিদের শনাক্ত এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য কাজ করছে। স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক জানিয়েছেন, তার সাথে আসে আরও তিন পাকিস্তানি নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাঙ্কিপক্স সংক্রামক রোগ। এ রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এমনকি শ্বাসপ্রশ্বাস থেকেও অন্য কেউ এতে সংক্রমিত হতে পারে। এর উপসর্গ ফ্লুর মতো। এটি ত্বকের ক্ষত সৃষ্টি করে। এই রোগে আক্রান্ত প্রতি ১০০ জনের মধ্যে ৪ জনের মৃত্যু হয়। আফ্রিকায় মাঙ্কিপক্স ভাইরাসের দু’টি প্রধান ধরণ রয়েছে। একটি ক্লেড-১ এবং অন্যটি ক্লেড-২।








