জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে হেরেছিল বাংলাদেশ। তবে দুই ইনিংসে উল্লেখযোগ্য রান করায় উন্নতি করেছেন মুমিনুল হক। উন্নতি হয়েছে জাকের আলী অনীকেরও। দুই ইনিংসে ১০ উইকেট নিয়ে বোলিংয়ে উন্নতি করেছেন মেহেদী হাসান মিরাজ। আইসিসির সবশেষ প্রকাশিত তালিকায় উন্নতির ছোঁয়া লেগেছে বাংলাদেশের।
প্রথম টেস্টে প্রথম ইনিংসে মুমিনুল সর্বোচ্চ ৫৬ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে করেন ৪৭ রান। র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে দিয়েছে যা তাকে। তার অবস্থান ৪৮-এ। জাকের আলী ২৮ করার পর দ্বিতীয় ইনিংসে ৫৮ রান করেন। ১০ ধাপ এগিয়ে তার অবস্থান এখন ৫০-এ।
ব্যাটিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম টেস্টে ৪০ ও ৬০ রানের সুবাদে এগিয়েছেন চার ধাপ, অবস্থান ৫৩তে। ব্যাটিংয়ে পাঁচ ধাপ অবনতি হয়েছে মেহেদী হাসান মিরাজের, ৬৪তে আছেন দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করা মিরাজ। যথারীতি শীর্ষে আছেন ইংল্যান্ডের জো রুট।
সিলেটে ১০ উইকেট নেয়া মিরাজের বোলিংয়ে চার ধাপ উন্নতি হয়েছে। বর্তমান তারকা অলরাউন্ডার আছেন ২৬-এ। দুই টেস্টেই খেলা হাসান মাহমুদের চার ধাপ অবনতি হয়েছে, এখন ৫৭তে। দুধাপ উন্নতি করেছেন পেসার খালেদ আহমেদ। বোলিংয়ে যথারীতি শীর্ষ ধরে রেখেছেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ।
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারবানি। প্রথম টেস্টের সেরা খেলোয়াড় একলাফে ১৪ ধাপ উন্নতি করেছেন। বোলিংয়ে তার বর্তমান অবস্থান ১৫তে।









