ঢাকার তেজগাঁও এলাকার বিএফডিসি গেইট সংলগ্ন মোল্লাবাড়ি বস্তিতে আগুনের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি) ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।
৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। কমিটিতে রয়েছেন, লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স), সভাপতি, জনাব মোঃ ছালেহ উদ্দিন, উপপরচিালক, ঢাকা বিভাগ, সদস্য সচিব, জনাব মোঃ আনোয়ারুল হক, সহকারী পরিচালক, ঢাকা, সদস্য, জনাব মোঃ তানহারুল ইসলাম, উপসহকারী পরিচালক, জোন-১, সদস্য এবং জনাব মোঃ নাজিম উদ্দিন, সিনিয়র স্টেশন অফিসার, তেজগাঁও ফায়ার স্টেশন, সদস্য।
শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর তেজগাঁওস্থ কারওয়ান বাজার মোল্লাবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। ভয়াবহ এই আগুনে পুড়ে গেছে বস্তির তিন শতাধিক ঘর। রাত আড়াইটার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।








