গুপ্তচরবৃত্তি এবং অসহযোগিতামূলক আচরণের অভিযোগে ৪৫ জন রাশিয়ান কূটনীতিক এবং দূতাবাস কর্মীকে বহিষ্কার করে দেশত্যাগ করতে বলেছে মলদোভা।
বিবিসি জানিয়েছে, গতকাল (২৬ জুলাই) বুধবার বহিষ্কারের ঘোষণা দিয়ে রাশিয়ানদের ১৫ আগস্টের মধ্যে চলে যেতে বলেছে মলদোভা সরকার। এই বহিষ্কারের পর মলদোভার রাশিয়ান দূতাবাসে হাতে গোনা কয়েকজন অবশিষ্ট থাকছে।
রাশিয়া এই বহিষ্কারের নিন্দা জানিয়েছে এবং এই বিষয়ে কোনো জবাব দেয়া হবে না বলে জানিয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকে মলদোভান সরকার মস্কোর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি এবং বিরোধী দলকে সমর্থন করার অভিযোগ এনেছে।
মলদোভার পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ান দূতাবাসের ছাদে স্থাপন করা নতুন নজরদারি সরঞ্জাম এবং রাশিয়ার দ্বারা ব্যবহৃত একটি ভবন সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে। এই সংক্রান্ত একটি প্রতিবেদন রাশিয়ার অনুসন্ধানী মিডিয়া সাইট ইনসাইডার এবং মলদোভার জার্নাল টিভি চ্যানেলে প্রকাশিত হয়েছে।
মাত্র ২৫ লাখ জনসংখ্যার দেশ মলদোভা ইউরোপের সবচেয়ে দরিদ্র দেশগুলোর মধ্যে একটি। প্রতিবেশী দেশ ইউক্রেনে যুদ্ধ-সংঘাতের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটি।







