গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন টিএনটি বাজার জামে মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজী অপহরণ হননি, তিনি নিজেই পঞ্চগড় গিয়েছিলেন—এ বিষয়টি তিনি স্বীকার করেছেন।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে স্বীকারোক্তির বিষয়টি জানান জিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ তাহেরুল হক চৌহান বলেন, এই মামলাটি এখনো তদন্তাধীন আছে, তবে প্রাথমিক অবস্থায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে এছাড়া যাত্রীদের জিজ্ঞাসাবাদে যতটুকু জানা যায় এতে খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজী অপহরণ হননি তিনি নিজেই পঞ্চগড় গিয়েছিলেন-এ বিষয়টি তিনি স্বীকার করেছেন।
এছাড়া এই ঘটনার পিছনে কারও ইন্ধন রয়েছে কিনা বা মহিবুল্লাহ মিয়াজীর কোন উদ্দেশ্য আছে কিনা-এ বিষয়টি এখনও স্পষ্ট না।
তাই দ্রুত সময়ের মধ্যে পুরো বিষয়টা খতিয়ে দেখে উনার বক্তব্যটা কতটুকু সঠিক তা দেখা হচ্ছে বলে জানান জিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার।









