২০২৫ সাল মালায়লাম সিনেমার জন্য নিঃসন্দেহে এক ঐতিহাসিক বছর। বড় বাজেট কিংবা ছোট—বহু সিনেমাই দর্শক টেনেছে হলে। তবে সবচেয়ে বিস্ময়কর সাফল্য এনে দিয়েছেন একাই মোহনলাল।
বছরের শুরুতেই তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘এল ২- এম্পুরান’ বক্স অফিসে ঝড় তোলে, আর এরপরেই আসে ‘থুডারাম’। যা এক কথায় অপ্রত্যাশিত সাড়া ফেলেছে। দুটি সিনেমার অসাধারণ আয় বিশ্বব্যাপী বক্স অফিসে মোহনলালকে পৌঁছে দিয়েছে এক নতুন উচ্চতায়।
করোনার পরবর্তী সময়ে মোহনলালের সিনেমাগুলো খুব একটা সফল হয়নি। তবে ২০২৫ সালে তিনি যেন নিজের সর্বশক্তি নিয়ে ফিরেছেন। আর তার এই প্রত্যাবর্তন মালায়লাম সিনেমার ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। প্রথমে ছিল ‘এল ২-এম্পুরান’—একটি জনপ্রিয় সিরিজের সিক্যুয়েল হিসেবে এটি আগেই আলোচনায় ছিল। সিনেমাটি বিদেশের বাজারে দারুণ সফল হয় এবং বিশ্বব্যাপী ২৬৮.০৫ কোটি রুপি আয় করে।
এর ঠিক এক মাস পরেই মুক্তি পায় ‘থুডারাম’, যা দর্শকদের বিস্মিত করে দেয় তার শক্তিশালী গল্প এবং মোহনলালের অনবদ্য পারফরম্যান্সের মাধ্যমে। এখন পর্যন্ত সিনেমাটি আয় করেছে ২৩৭.৬০ কোটি রুপি এবং এখনো প্রেক্ষাগৃহে চলছে।
এই দুই সিনেমা মিলিয়ে মোহনলাল এক বছরে বিশ্বব্যাপী মোট ৫০৫.৬৫ কোটি রুপি আয় করেছেন—যা মালায়লাম ইন্ডাস্ট্রির ইতিহাসে প্রথম! এর আগে কোনো অভিনেতা এক বছরে মালায়লাম সিনেমায় এমন আয় এনে দিতে পারেননি! এটি শুধু মোহনলালের তারকাখ্যাতিকেই নয়, বরং পুরো ইন্ডাস্ট্রিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
এই দুটি ব্লকবাস্টার হিটের পর মোহনলালের পরবর্তী সিনেমাগুলোর জন্য এখন থেকেই তৈরি হচ্ছে তুমুল প্রত্যাশা। দর্শক এবং বক্স অফিস—দুই ক্ষেত্রেই যে আরও বড় চমক আসছে, সেটা বলাই যায়। –কইমই









