রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। সকাল ৯ টা ২৫ এর দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনও পুরোপুরি নেভেনি। চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। দমকা বাতাসের প্রভাবে পুরো এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়েছে।
এর আগে আজ বুধবার দিবাগত রাত পৌনে ৪ টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট, নৌবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ। পরে তাদের সাথে যুক্ত হয় বিমান বাহিনীর হেলিকপ্টার।
এই দিকে ভয়াবহ আগুনে পুড়ে গেছে বহু দোকান।। স্থানীয়রা জানিয়েছেন, মার্কেটিতে আনুমানিক ২০০ দোকান রয়েছে। আগুনে পুড়ে গেছে মার্কেটের শতাধিক দোকান। ব্যবসায়ীরা জানিয়েছেন, সরকারের সহযোগিতা না পেলে ঘুরে দাড়াতে পারবেন না তারা।
আগুনের প্রকৃত কারণ ও হতাহতের খবরও পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।








