বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিজেএসএ) ২০২৬ সেশনের নির্বাচনে মহাসচিব পদে বিপুল ভোটে জয়লাভ করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তিনি বাংলাদেশ বিচার বিভাগে তৃতীয় বিজেএসসির সদস্য।
সোমবার ১ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে সারাদেশে কর্মরত প্রায় দুই হাজার বিচারক ভোট দেন। দিনব্যাপী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণার পর আদালত প্রাঙ্গণে আনন্দমিছিল বের করে সাধারণ বিচারকরা।
বিচারকদের মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েই আলোচনায় আসেন মোস্তাফিজুর রহমান। তার প্রধান প্রতিশ্রুতিগুলোর মধ্যে ছিল—ওয়ান জজ ওয়ান কার নীতির আওতায় প্রতিটি বিচারকের জন্য পৃথক গাড়ি বরাদ্দ, ১০০ শতাংশ জুডিশিয়াল অ্যালাউন্স কার্যকর, আধুনিক, নিরাপদ ও মানবিক কর্মপরিবেশ, অসুস্থ বিচারকদের জন্য উন্নত চিকিৎসা সহায়তা ও শক্তিশালী কল্যাণ তহবিল গঠন।
বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই বিজয় আমার একার নয়, এটি আমাদের পুরো বিচারক পরিবারের বিজয়। আমি বিশ্বাস করি, বিচারকের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত হলেই ন্যায়বিচার আরও শক্তিশালী হবে। আমরা সবাই মিলে একটি আধুনিক ও জনবান্ধব বিচার ব্যবস্থা গড়ে তুলব।
মোস্তাফিজুর রহমান দায়িত্বশীলতা, সততা ও সহকর্মীবান্ধব ভূমিকার জন্য বিচার বিভাগে ইতোমধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। নবনির্বাচিত কমিটি আগামী এক বছরের জন্য বিচারকদের স্বার্থরক্ষা, কল্যাণ এবং বিচার বিভাগের উন্নয়নকে অগ্রাধিকার দেবে বলে আশা করা হচ্ছে।









