ইংলিশ প্রিমিয়ার লিগে সবশেষ ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে পয়েন্ট হারায় লিভারপুল। ওই ম্যাচে অলরেডদের বিদায়ী কোচ ইয়ূর্গেন ক্লপের সঙ্গে তর্কে জড়ান তারকা স্ট্রাইকার মোহাম্মেদ সালাহ। ঘটনায় মিশরীয় তারকার দিকেই আঙুল তুললেন ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার ও বিবিসির সহ-ধারাভাষ্যকার ক্রিস সাটন।
লন্ডন স্টেডিয়ামে শনিবার রাতে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে লিভারপুল। হতাশার দিনে আলোচনার কেন্দ্রে ছিল টাচলাইনে কোচের সঙ্গে স্ট্রাইকার সালাহর তর্কে জড়ানোর ঘটনা। তর্কের একপর্যায়ে মিশরীয় তারকাকে দলের অন্য খেলোয়াড়দের এসে থামাতে হয়।
খেলা শেষ হওয়ার ১৩ মিনিট বাকি থাকতে বেঞ্চ থেকে সালাহকে ওঠান ক্লপ। মাঠে ঢোকার অপেক্ষায় ছিলেন মিশরীয় ফরোয়ার্ড। সেসময় দুজনের মধ্যে কিছু একটা নিয়ে মতবিরোধ ছিল, সেটি স্পষ্ট দৃশ্যমান হয়।
সাটনের মতে, ৩১ বর্ষী সালাহ ২৪ গোল করে চলতি মৌসুমে লিভারপুলের সর্বোচ্চ স্কোরার হলেও সাম্প্রতিক ম্যাচগুলোতে সেরা ছন্দে ছিলেন না। বিবিসি রেডিও ৫’তে লাইভে সাটন বলেছেন, ‘বিষয়টি পছন্দ করিনি, তবে আমার মনে হয় এই ঘটনায় মোহাম্মেদ সালাহই নিয়মের বাইরে ছিলেন।’
সাটনের মতে একাদশ কীভাবে সাজানো হবে সেটির পুরোপুরি অধিকার কোচের। ক্লপ হয়ত ভেবেছেন অলরেডদের জয়ের জন্য এভাবেই একাদশ সাজালে ভালো এবং তিনি সেটাই করেছেন।
‘লিভারপুলের অন্য সতীর্থদের চেয়ে সালাহ আলাদা কেউ নয়। সালাহর ক্ষেত্রে সত্য হল, সে চোট থেকে ফিরে এসে খুব বেশি ছন্দেও নেই। এখানে নিজের বিরুদ্ধে ভাবার কিছুই নেই। আমার মনে হয় একটা লাইন আছে যেটা দুর্ভাগ্যবশত সে অতিক্রম করেছে।’









