শিক্ষক হিসেবে এলাকায় বেশ সুনাম মফিজের। কিন্তু তার পোশাক, চলন-বলনেই যতো ঝামেলা! লোকে ব্যঙ্গ করে এজন্য গোবেচারা বলেও সম্বোধন করে! ঘটনাক্রমে কোচিং সেন্টারে সুরাইয়ার সাথে প্রেম হয়। মফিজের এমন ভাবমূর্তি সুরাইয়ার মনেও কষ্ট দেয়।
বিষয়টি আর নিতে না পেরে মফিজ। আস্তে আস্তে নিজেকে বদলে নিতে শুরু করে। মফিজ স্যার হয়ে যান এম স্যার। চশমা ছেড়ে কন্ট্রাকলেন্স ধরেন। হাফহাতা শার্টের পরিবর্তে টিশার্ট জিন্স ধরেন। কথাবার্তা চালচলন সব কিছুই বদলে যায় ধীরে ধীরে। এতে সুরাইয়ার পরিবার বেশ খুশি হলেও সুরাইয়ার ভালো লাগে না। সে চিনতে পারে না প্রিয় মানুষটাকে। সুরাইয়া দুঃখ প্রকাশ করে ফিরে পেতে চায় তার সেই মফিজ স্যারকে। কিন্তু আশ্চর্যজনক ভাবে মফিজ চাইলেও আর ফিরতে পারে না আগের অবস্থানে।
অন্যদিকে স্যারের এই পরিবর্তনে কোচিং ব্যবসায়ও ধস নামে। পাশেই গড়ে ওঠে নতুন কোচিং সেন্টার। সেখানে শিক্ষার্থীদের আনাগোনা দেখে আস্তে আস্তে ডিপ্রেশনের চলে যায় মফিজ। একটা সময়ে বুঝতে পারেন তিনি সব হারিয়ে নিঃস্ব।
শেষ পর্যন্ত কী হয় মফিজ স্যারের? তার সাথে কি সুরাইয়ার বিয়ে হয়? তিনি কি আবার আগের মতো সাদামাটা মফিজ হতে পারেন?- এসব প্রশ্নের উত্তর জানতেই দেখতে হবে রাজীব আহমেদের রচনা ও রিপন রহমানের পরিচালনায় নাটক ‘মফিজ স্যার’।
নাটকে মফিজ স্যারের চরিত্রে অভিনয় করেছেন নিলয় এবং ছাত্রী সুরাইয়ার চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া। এছাড়াও আছেন অভিনেতা সোহেল খান।
দীর্ঘদিন ধরে মিডিয়ায় কাজ করলেও এটিই রিপন রহমানের প্রথম পরিচালিত নাটক। ১২ বছর নির্মাতা তাহের শিপনের প্রধান সহকারী হিসেবে কাজ করেছেন রিপন। অসংখ্য নাটক, টেলিফিল্ম ও রিয়েলিটি শো করেছেন সফলতার সাথে।
নিজের প্রথম পরিচালিত নাটক নিয়ে উচ্ছ্বসিত রিপন জানান, এটি আমার প্রথম একক কাজ। খুব আবেগ দিয়েই নির্মাণ করেছি। আশা করছি দর্শক নিরাশ হবেন না।
তিনি জানান, বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা থেকে সিডি ভিশন নামের ইউটিউব চ্যানেলে নাটকটি দর্শক দেখতে পারবেন।








