ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ অবসর বিষয়ে সিদ্ধান্তের কথা এখনই বলতে নারাজ। নেদারল্যান্ডসের রটারড্যাম ডি কুইপ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে ফাইনাল হারের পর এমন বলেছেন।
৩৭ বর্ষী মদ্রিচ ক্রোয়েশিয়ার সঙ্গে ১৭ বছরের সম্পর্ক ছিন্ন করার বিষয়ে কথা বলতে গিয়ে জানান, ‘আমার সিদ্ধান্ত স্পষ্ট, কিন্তু আমি সেটা আজকে বলতে চাই না।’
নেশন্স লিগের ২০২২-২৩ আসরের ফাইনালে ক্রোয়েশিয়ার হয়ে অধিনায়কত্ব করেছেন মদ্রিচ। ইঙ্গিত ছিল ক্রোয়েশিয়ার হয়ে প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতে অবসরের ঘোষণা দিতে পারেন ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ মদ্রিচ। কিন্তু ফাইনালে টাইব্রেকে হেরে আবারও স্বপ্নভঙ্গ হয়েছে ক্রোয়েটদের।
২০১৮ সালে বিশ্বকাপের ফাইনাল খেলেছিল ক্রোয়েশিয়া। সেবার ফ্রান্সের কাছে হেরে ট্রফি ছুঁয়ে দেখা হয়নি ইউরোপের দেশটির।








