দীর্ঘদিনের দূষণের তকমা কাটিয়ে আধুনিক ব্যবস্থাপনায় চামড়া শিল্পের বর্জ্য শুধু সম্পদেই পরিণত হচ্ছে না, তৈরি করছে বিপুল অর্থনৈতিক সম্ভাবনাও। চামড়ার ক্রোম সেভিং ডাস্ট থেকে ইন্ড্রাস্ট্রিয়াল প্রোটিন উৎপাদনের পাশাপাশি কাঁচা চামড়ার টুকরো থেকে তৈরি হচ্ছে জিলেটিন ও ক্যাপসুল কভার। সাভারে ট্যানারি শিল্পাঞ্চলে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন আয়োজিত চামড়া শিল্পে পরিবেশগত প্রভাব ও অধিকার বিষয়ক অনুষ্ঠানে, চামড়া উপজাতের সম্ভাবনা কাজে লাগাতে সচেতনতা ও কার্যকর পরিকল্পনার কথা উঠে আসে।








