যুদ্ধ বন্ধ, শরণার্থী সুরক্ষা এবং মানবাধিকার রক্ষায় জাতিসংঘের করণীয় শীর্ষক ‘এইচওয়াইডি মুন-২০২৩’ নামে ঢাকায় একটি ‘মক জাতিসংঘ অধিবেশন’ আয়োজন করেছে হাউস অব ইয়ুথ ডায়লগ (এইচ ওয়াই ডি) বাংলাদেশ। এই আয়োজনের স্ট্র্যাটেজি পার্টনার হিসেবে ছিল জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)।
ঢাকার লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়াও প্রত্যেক প্রতিযোগী জাতিসংঘের আদলে একেক দেশের প্রতিনিধিত্ব করেন।
প্রতিযোগীরা তাদের বক্তব্যের মধ্যে মূলত মধ্যপ্রাচ্য তথা ইসরায়েল-ফিলিস্তিন ইস্যু এবং এক্ষেত্রে আমেরিকা, রাশিয়া, ফিলিস্তিন, চীন, ইরান, বাংলাদেশ, ভারত, ইউক্রেন, তুরস্ক এবং কাতারসহ বিভিন্ন রাষ্ট্রের ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠানে ব্যারিস্টার মো. জাহিদ হাসান আকন্দের (চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা এইচওয়াইডি) সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. আবদুল্লাহ আলিম।

বিশেষ অতিথি ছিলেন হাউস অব ইয়ুথ ডায়লগ এর সভাপতি মো. রায়হান উদ্দিন, জাতিসংঘের এইচআইভি বিষয়ক সংস্থার প্রতিনিধি এ. ওসাইনি এবং পিএলএইচআইভি নেটওয়ার্কের সাধারণ সম্পাদক হাফিজউদ্দিন মুন্না প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মো. আবদুল্লাহ আলিম বলেন, যুদ্ধের ফলে শুধু দু’টি দেশের মধ্যে মানবিক বিপর্যয় নেমে আসে না, এর ফল ভোগ করতে হয় সারা বিশ্বের মানুষের। এতে করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশু, নারী এবং বেসামরিক লোকজন। একপর্যায়ে মানুষ জীবন বাঁচাতে অন্য দেশে পাড়ি জমায়।
সভাপতির বক্তব্যে ব্যারিস্টার মো. জাহিদ হাসান আকন্দ বলেন, যুদ্ধ একটি সমাজ, রাষ্ট্র, এমনকি একটি জাতিকে শেষ করে দিতে পারে। যুদ্ধের ফলে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। সুতরাং জাতিসংঘকে এখনই উপযুক্ত পদক্ষেপ নিতে হবে যাতে করে সারা বিশ্বের বুকে শান্তি ফিরে আসে।
অনুষ্ঠানটির সহযোগী পার্টনার হিসেবে ছিল আকন্দ অ্যান্ড অ্যাসোসিয়েটস ল, এডু মেন্টর, ফিউচার ইডি এবং মিডিয়া পার্টনার ছিল দ্য ডেইলি স্টার।







