পহেলা জানুয়ারি থেকে শুরু হয়েছে মুঠোফোন নিবন্ধন প্রক্রিয়া। এনইআইআর পদ্ধতির এই নিবন্ধন প্রক্রিয়া চালুর পর আৎকে ওঠার মতো তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। বলেছেন, একটি আইএমইআই নম্বরের বিপরীতে প্রায় ৪ কোটি হ্যান্ডসেট পাওয়া গেছে! নিবন্ধন প্রক্রিয়ায় যারা নিজের নামে ত্রিশ-চল্লিশটি ফোন দেখে ঘাবড়ে যাচ্ছেন তাদের আশ^স্ত করে তৈয়ব বলেন, আগে ব্যবহৃত ফোনের তথ্য চলে আসায় এই বিভ্রান্তি। শিগগিরই সব ঠিক হয়ে যাবে।








