‘মোবাইল জার্নালিজম বুটক্যাম্প ফর ল রিপোর্টার্স’ অনুষ্ঠিত হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালা উদ্বোধন করেছেন।
বৃহস্পতিবার (৮ মে) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী চলে এ কর্মশালা।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধান বিচারপতি সূচিত রোডম্যাপের অন্তর্ভুক্ত বিচারবিভাগের স্বাধীনতা ও অগ্রাধিকার বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি বিচারবিভাগের স্বাধীনতা ও সংস্কার সম্পর্কে গৃহীত কর্মসূচিসমূহ তৃণমূল জনগোষ্ঠীকে অবহিত করতে আইন বিষয়ক সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদের সভাপতিত্বে কর্মশালায় ইউএনডিপি-বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।
অতিথিবৃন্দ বিচার বিভাগের স্বাধীনতা ও সংস্কার সম্পর্কিত আইন সাংবাদিকদের জন্য মোবাইল সাংবাদিকতা রোডম্যাপের মূল ভিত্তিগুলো তুলে ধরে আইন বিষয়ক সাংবাদিকদের সহজ ও প্রাঞ্জল ভাষায় রিপোর্টিংয়ের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। ইনস্টিটিউটের মহাপরিচালক মো. কাউসার আহাম্মদ বিচারবিভাগ সংক্রান্ত রিপোর্টিংয়ের ক্ষেত্রে কর্মশালাটি আইন সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ফলপ্রসূ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে এবং সুইডেন দূতাবাস, বাংলাদেশ সুপ্রিমকোর্ট এবং ইউএনডিপি-বাংলাদেশের সহায়তায় ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) ড. মো. মারুফ নাওয়াজ আইন সাংবাদিকদের জন্য দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে বক্তৃতা করেন।
বিচারবিভাগের স্বাধীনতা ও সংস্কার বিষয়ক কর্মসূচিতে ইউএনডিপি-বাংলাদেশের সহায়ক ভূমিকা নিয়ে অধিবেশন পরিচালনা করেন ইউএনডিপি-বাংলাদেশের আইন, বিচার এবং নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা রোমানা শোয়েগার। পরে মোবাইল জার্নালিজম নিয়ে ব্যবহারিক প্রশিক্ষণ পরিচালনা করেন মোবাইল জার্নালিজম বিশেষজ্ঞ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. কাবিল খান জামিল এবং বাংলাদেশ টাইমসের এডিটর-ইন-চিফ সাব্বির আহমেদ।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক তানজিম তামান্নার সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠান ও কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন আইন বিষয়ক গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন। কর্মশালাটির পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের উপপরিচালক মোহাম্মদ আবু সাদেক।









