সিনেমাতে চরিত্র থেকে ‘ইউনিভার্স’ তৈরি করা হলেও এবার নাটকে এটি প্রথম করা হচ্ছে। আর এই কাজটি করছেন অভিনেতা এমএনইউ রাজু। তিনি ১৫ বছর আগে প্রচারিত ‘গ্র্যাজুয়েট’ নাটকের আবুল চরিত্রের মাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন।
তার সেই চরিত্রটি আবার ফিরে আসছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত সিরিয়াল ‘এটা আমাদেরই গল্প’-তে।
চ্যানেল আই অনলাইনকে রাজু বলেন, এটা আমাদেরই গল্প-তে দর্শক সেই আবুলকে আবার ফিরে পাবে, যেটা ইউনিভার্স হচ্ছে। আশা করছি, আগের মতো আবুলকে দর্শক গ্রহণ করবেন। তিনি বলেন, ইতোমধ্যে শুটিং শুরু করেছি। আমার অভিনীত পর্বগুলো আগামীতে প্রচারে আসছে।
‘আবুল চরিত্রটি গ্র্যাজুয়েট নাটকে কতটা জনপ্রিয় ছিল সেটা এই জেনারেশন হয়তো জানে না। তারা আবার দেখতে পারবেন একই আবুলকে।’
তিনি বলেন, মুহাম্মদ মোস্তফা কামাল ভাই ম্যাজিক জানেন। তার নির্মাণে পূর্ণ বিশ্বাস আছে। তিনি আবুল চরিত্রটি একটু ব্যতিক্রমভাবে গ্র্যাজুয়েটে তুলে ধরেছিলেন। তার কথা বলার ধরন আলাদা। আমি মনে করি, একজন অভিনেতার কথা বলার ওই ধরনটা একটা চ্যালেঞ্জ।
পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সহকারী থেকে অভিনেতা বনে যান এমএনইউ রাজু। পাশাপাশি তিনি বেশ কিছু নাটক নির্মাণ করেছেন।
এই অভিনেতা বর্তমানে ‘দেনা পাওয়া’ নামে কেএম সোহাগ রানার পরিচালনায় আরেকটি সিরিয়ালে অভিনয় করছেন। সেখানেও তার চরিত্রটি জনপ্রিয় হয়ে উঠেছে।
তিনি বলেন, দেনা পাওয়া এতদূর আসবে ভাবি নাই। দর্শক ভালোবাসা দিচ্ছে বলে আরও অনেকদিন যাবে এটি। এই নাটক দিয়ে দর্শকদের যে ভালোবাসা পেয়েছি ভাষায় প্রকাশ করা যাবে না। আমি হিরো না হয়েও দর্শক রাস্তায় বের হলে আমার চরিত্রের নাম ধরে ডাকে।
‘এটা আমাদেরই গল্প’ সিরিয়ালটি প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে ৯টায় চ্যানেল আই এবং বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে।








